ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৬, ২৯ নভেম্বর ২০১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, কলেজছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিজিবির নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। খিলগাঁওয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। এদিকে মৌচাকে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশের এক কর্মকর্তা সর্বস্ব খুইয়েছেন। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজধানীর পিলখানার বিজিবির একটি নির্মাণাধীন বহুতল ভবনের ৫তলা থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ভবনের ইঞ্জিনিয়ার শিহাবউদ্দিন জানান, ৪ নম্বর গেট সংলগ্ন বিজিবির জন্য নির্মাণাধীন ‘সীমান্ত সম্ভার’ দশতলা ভবনের পাঁচতলা নির্মাণ কাজ চলছিল। তিনি জানান, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে সেখানে কাজ করতে গিয়ে ওই নারী শ্রমিক হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢামেক হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। নির্মাণাধীন ভবনের ঠিকাদার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। তার অনুমানিক বয়স ২৫ বছর। এদিকে রবিবার গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ে সাবিনা ইয়াসমিন (২১) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সাবিনা পুরান ঢাকার কবি নজরুল কলেজের অনার্সের ছাত্রী ছিলেন। সে খিলগাঁওয়ে গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকায় ভাড়া থাকতেন। নিহতের দুলাভাই আলী আকবর জানান, রবিবার রাতে খিলগাঁওয়ের গোড়ানে ওই ভাড়া বাসা থেকে সাবিনার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেই বাসা থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রাতে ওই এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেন সাবিনা। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকালে ঢামেক মর্গে সাবিনার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অজ্ঞাত পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা ॥ রাজধানীর মৌচাকে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ স্পেশাল ব্র্যাঞ্চের (সিটিএসবি) উপপরিদর্শক (এসআই) মোঃ মোশাররফ হোসেন সর্বস্ব খুইয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাসযাত্রী সজিব জানান, তিনি লাব্বাইক পরিবহনের একটি বাসে করে সাভার থেকে মৌচাকে আসছিলেন। মৌচাকে নামার সময় বাসে অজ্ঞান অবস্থায় ওই পুলিশ সদস্যকে পড়ে থাকতে দেখেন। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁও খিদমা হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল আনা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে স্টমার্ক ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। তিনি জানান, মোশাররফ হোসেনের কাছে থাকা মোবাইলফোন ফোনে তার স্ত্রী ইসমত আরা জানানো হয়। পরে তিনি হাসপাতালে ছুটে আসেন। ইসমত আরা বলেন, তার স্বামী মোশাররফ হোসেন সিটি এসবিতে এসআই পদে কর্মরত। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এসআই মোঃ মোশাররফ হোসেনের জ্ঞান ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
×