ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৪, ২৯ নভেম্বর ২০১৬

টুকরো খবর

জোড়া খুন মামলায় দুই আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ নবেম্বর ॥ নাটোরের সিংড়ায় মোজাফর হোসেন মোজাই নামে সাবেক এক ইউপি সদস্য ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে সিংড়া উপজলোর জামতলী বাজার এলাকা থেকে তাদরে গ্রেফতার করা হয়। আটককৃত দুই ভাই ইউনুস আলী ও ইয়াসিন সিংড়া উপজেলার বড়গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ জনায়, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদরে ভিত্তিতে সিংড়া উপজলোর নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজারের বাঁশের ব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫-এর একটি দল। এ সময় মোজাই হত্যার মূল পরকিল্পনাকারী বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার ভাই ইয়াসনিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে র‌্যাব। শিক্ষক নির্যাতন মামলায় আসামির গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ নবেম্বর ॥ বড়াইগ্রামে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি ইউপি সদস্য বাচ্চু প্রামাণিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলার ৫২টি স্কুলের শিক্ষকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিবিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি বাচ্চু প্রামাণিককে গ্রেফতার করা না হলে সকল স্কুল বন্ধ ঘোষণা করে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। চার দালালকে কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ নবেম্বর ॥ টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব এ অভিযান চালায়। অভিযানে চার দালালকে এক মাস করে কারাদ- প্রদান করা হয়। দণ্ড প্রাপ্তরা হলো- কালিহাতী উপজেলার ইবনে সাঈদ (৫২), সদর উপজেলার সুজন মিয়া (২৬), সালেক ইবনে জামান (৫০) এবং আলাউদ্দিন (৩৮)। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, সরকারী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে উক্ত চারজনকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে। মানিকছড়িতে হরতাল পালিত পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ এক নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা এই অবরোধ কর্মসূচী ঘোষণা করে। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মানিকছড়িতে অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বাঙালী ছাত্র পরিষদের নেতাকর্মীর পিকেটিং করার খবর পাওয়া গেছে। চাঁপাইয়ে মহাসড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সিমেন্ট ভর্তি ট্রাকসহ ড্রাইভার ও হেলপার নিখোঁজ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশপথ শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে মহাসড়কের ওপর এলোপাতাড়ি যানবাহন রেখে সড়ক অবরোধ করে। জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গত ২৩ নবেম্বর রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে টাঙ্গাইলের মির্জাপুরে সিমেন্ট বোঝাই ট্রাকসহ চালক সাইফুল ইসলাম ও তার সহযোগী অহিদুল নিখোঁজ হয়। ঘটনাটি জানতে পেরে পরিবহন শ্রমিকরা টাঙ্গাইলের মির্জাপুর থানায় জিডি করতে গেলে গ্রহণ করেনি। পরের দিন বৃহস্পতিবার রাতে জিডি গ্রহণ করলেও পুলিশ নিখোঁজ ট্রাকসহ চালক ও তার সহযোগীকে উদ্ধার করতে পারেনি। এদিকে অবরোধ করায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। চার সাংবাদিককে সম্মাননা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ নবেম্বর ॥ কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন এবং একই সঙ্গে জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার চার স্থানীয় সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন জনকণ্ঠের মেজবাহউদ্দিন মাননু, প্রথম আলোর নেছারউদ্দিন আহমেদ টিপু, যুগান্তরের অমল মুখার্জী এবং এটিএন বাংলার জাহিদুল ইসলাম রিপন। রবিবার রাতে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু এবং সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ যৌথভাবে ফিতা কেটে কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন করেন। পার্বতীপুরে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৮ নবেম্বর ॥ পার্বতীপুর শহরের দক্ষিণপাড়া মহল্লার সাবেক রেলওয়ে গার্ড আফজাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। রবিবার রাত সোয়া দুটায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল প্রধান ফটকের তালা ভেঙ্গে বাড়িতে ঢোকে। তারা কেয়ারটেকার মাহবুবর রহমান, মালিকের পুত্রবধূ ও দুই মহিলাকে বেঁধে মোবাইল ফোন নেয় ও বিভিন্ন কক্ষে তল্লাশি ও লুটপাট চালায় ঘণ্টাখানেক ধরে। আসবাবপত্র ভাংচুর করে এবং আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালঙ্কার, ২ লক্ষাধিক টাকা নিয়ে যায়। পটুয়াখালীতে অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৮ নবেম্বর ॥ আওলীয়াপুরে খুনসহ ডাকাতিতে ব্যবহৃত ওয়ানসুটার গান ও তিনটি কারতুজ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার রাতে ডাকাত সর্দার শহিদুল ইসলাম ওরফে নড়াইল শহিদ নিয়ে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া একটি ক্যামেরাও উদ্ধার করে পুলিশ। মুক্তিযোদ্ধাদের অনুদানের চেক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ নবেম্বর ॥ লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজন এ অনুদানের চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া সুলতানা পারুল। ছয় শিক্ষার্থীকে বহিষ্কার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইফফানকে ছুরিকাঘাত করে আহতের ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৪ নবেম্বর ক্যাম্পাসের প্রবেশদ্বারে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইফফানকে তারা ছুরিকাঘাত করে। সোমবার ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির এক সভায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়। বহিষ্কৃতরা হলো- আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ এনামুল ইসলাম, প্রিয়ন্ত চন্দ্র সরকার, মোঃ ইমরান হোসাইন, বিবিএ চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের সঞ্জিব কর উত্তম, সিএসইর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ইয়াছির আব্বাস খান ও ইংরেজীর চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র রাকিবুল ইসলাম। ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ নবেম্বর ॥ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়নাল হোসেন সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। সোমবার দুপুরে হযরতপুর কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হেঁটে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন আয়নাল হোসেন। কৃষি ব্যাংকের সামনে আসামাত্র ওত পেতে থাকা বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পার্শ্ববর্তী মার্কেটে আশ্রয় নেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্য শিয়ালের আক্রমণে আহত ৮ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলায় বন্য শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে। গত দু’দিনে বন্য শিয়ালের আক্রমণের শিকার হয়ে আহত হয়েছেন ৮ গ্রামবাসী। শিয়ালের কামড়ে ও আঘাতে একাধিক ব্যক্তি আহত হলেও পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাক্সিন না থাকায় সময়মতো ভেক্সিন নিতে পারছেন না আহতরা। ফলে নানা আশঙ্কায় ভুগছেন আহত ব্যক্তি ও তাদের স্বজনরা। বন্য শিয়ালের হাত থেকে বাঁচতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসী। জানা গেছে, রবি ও সোমবার দু’দিনে বন্য শিয়ালের কামড়ে ও আঘাতে আহত হয়েছেন সুজাপুর গ্রামের অন্ততপক্ষে ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন- সুজাপুর গ্রামের ইউসুফ আলী বুলু, একই এলাকার নবীউল ইসলাম ও দাড়ারপাড় গ্রামের মেহেরুন বেগম। আহতরা জানান, ধানক্ষেতে ও পথে একা যাওয়ার সময় বন্য শিয়াল তাদের ওপর আক্রমণ করে। তারা বলেন, আক্রমণে আহত হয়ে ভ্যাক্সিন দিতে গিয়ে দেখা যায়, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোন ভ্যাক্সিন নেই। চাঁদপুরে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ নবেম্বর ॥ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কলমতর গাজী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম (৩২) ও পরকিয়া কবির গাজীকে (২৮) মৃত্যুদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রীশদ এই রায় দেন। জানা যায়, নিহত কলমতর গাজী সৌদি আরবে থাকতেন। ঘটনার ৩ মাস পূর্বে তিনি দেশে আসেন। স্ত্রীর সঙ্গে আসামি কবির গাজীর পরকীয়ার ঘটনা জানার কারণে তাদের মধ্যে কলহ দেখা দেয়। ২০১৩ সালের ৭ জুলাই রাতে পরিকল্পিতভাবে কবির গাজী ও কলমতরের স্ত্রী শিল্পী বেগম পার্শ্ববর্তী পাকের ঘরে নিহত কলমতর গাজীর বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মাটি চাপা দিয়ে রাখে। ১০ জুলাই শিল্পী বেগম নিজেই স্বামী নিখোঁজ হয়েছে মর্মে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মূল ঘটনা ফাঁস হয়ে যায় এবং তাদের থানায় আটক করে। এই ঘটনায় নিহত কলমতর গাজীর ছোট ভাই লিটন গাজী থানায় মামলা দায়ের করেন। বখাটের দণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর পৌর সদরের বিএন খান ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় সজীব হাওলাদার নামের এক বখাটেকে সোমবার দুপুরে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা এ দ-াদেশ ঘোষণা করেন। দ-াদেশপ্রাপ্ত বখাটে সজীব পৌর সদরের বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদারের পুত্র। জানা গেছে, বখাটে সজীব দীর্ঘদিন থেকে ওই কলেজছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। বিট কর্মকর্তাকে মারধর স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চাঁদা না পেয়ে উখিয়ার মোছারখোলা বন বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ সরকারকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে আহতাবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পালংখালী পূর্ব ফারিরবিল গ্রামের আয়ুবুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম ও নলবুনিয়ার নুরুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলযোগে মোছারখোলা বন বিটে গিয়ে বিট কর্মকর্তাকে সশস্ত্র হামলা চালায়। বিট অফিসে ভাংচুর ও লুটপাট করে তারা। মাধবপুরে মন্দিরে আগুন সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৮ নবেম্বর ॥ মাধবপুর উপজেলার বুল্লা জমিদার বাড়ি নাট মন্দির রাতের দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। বাড়ির মালিক অমরেন্দ্র রায় জানান, রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে হঠাৎ জানালার ফাঁক দিয়ে আগুনের আলো দেখতে পায়। এরপরই ঘর থেকে বের হয়ে দেখেন নাট মন্দিরের চালায় আগুন জ্বলছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে অধ্যক্ষ মোহ বংশী দাস মাধবপুর থানায় একটি মামলা করেন। সৈকতকে টোকাই মুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকত এলাকাকে ট্যুরিস্ট পুলিশ ভিক্ষুক ও হকারমুক্ত করার ঘোষণা দিয়েছে। সৈকতের বালিয়াড়ি তথা বিচ সীমানায় টোকাই ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের আনন্দ ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময়ী করে তুলতে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে ট্যুরিস্ট পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান কাজেমী।
×