ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার

প্রকাশিত: ০৪:০২, ২৯ নভেম্বর ২০১৬

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ১০ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। সোমবার বেলা আড়াইটায় নগরীর দক্ষিণ সুরমা পুরনো রেল স্টেশন রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় বক্তারা বলেন, সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেটের সব পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা, সিলেটের সব সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা, গাড়ি তল্লাশির নামে চাঁদাবাজি বন্ধ করাসহ ১০ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। প্রশাসন এ বিষয়ে বার বার আশ্বাস প্রদান করলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। পটিয়ায় তিন দিনে ষোলো লাখ টাকার গরু চুরি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৮ নবেম্বর ॥ তিন দিনে পটিয়া উপজেলার শিকলবাহা ইউনিয়নে ষোলো লাখ টাকার দুগ্ধ গরু ও বাছুর চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার গভীর রাতে ওই এলাকার মোহাম্মদ হাবিবুল্লাহর খামার থেকে ৬টি দুগ্ধ গরু ও ২টি বাছুর চুরি হয়েছে। এর আগে একই এলাকার ডাক্তার সালাউদ্দিনের ২টি দুগ্ধ গরু ও নুর মোহাম্মদের একটি গরু চুরি হয়। এসব গরুর আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। জানা গেছে, উপজেলার পশ্চিম পটিয়ায় রয়েছে চার শতাধিক দুগ্ধ খামার। সংঘবদ্ধ চোরেরা গভীর রাতে খামারিদের গোয়াল ঘরে হানা দিয়ে দুগ্ধ গরু ও বাছুর লুট করে নেয়। বিশেষ করে শীত মৌসুমের শুরুতেই প্রতিবারের মতো এবারও গরু চুরির ঘটনা বেড়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ডেইরি এ্যাসোসিয়েশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত নেভী কর্মকর্তা হারুন চৌধুরী বলেন, সংঘবদ্ধ চোরেরা তাদের এলাকা থেকে প্রতি বছর কোটি টাকার গরু চুরি করে নেয়। সিলেটে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে। স্থানীয় জনতা চালকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করেছেন। আটক গাড়ি চালকের নাম কামাল হোসেন (৩০)। ছিনতাইয়ের শিকার ইসলাম উদ্দিন জানান, পুত্রকে বিদেশ পাঠানোর জন্য সঙ্গে ২ লাখ টাকা নিয়ে ইসলামী ব্যাংক থেকে আরও ৮০ হাজার টাকা উত্তোলন করেন।
×