ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০১, ২৯ নভেম্বর ২০১৬

মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ নবেম্বর ॥ শ্রীপুর উপজেলার শাবলগাছা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে ওবায়দুল ইসলাম (৪০) নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, শ্রীপুর উপজেলার শাবল গাছা গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওবায়দুল ইসলামকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। রবিবার রাতে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে নসিমন চালক ওবায়দুল পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের ১০/১২ জনের একটি দল তার উপর হামলা চালায়। এছাড়া গাজীপুর বাগেরহাট ও বরগুনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুর ॥ ড্রন থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সিটি কর্পোরেশনের যুগিতলা এলাকায় একটি পুকুর পাড়ের ড্রেনে জঙ্গলের মধ্যে এক যুবকের দুই হাত পেছন দিকে এবং দুই পা বাঁধা লাশ সোমবার সকালে দেখতে পায় এলাকাবাসী। ওই যুবকের পরনে লাল গেঞ্জি, সাদা উলেন জ্যাকেট এবং ছাই রংয়ের প্যান্ট রয়েছে। নিহতের দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার মাথা ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাগেরহাট ॥ বিশ্বম্ভর রায়ের (৪৫) সোমবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। বিশ্বম্ভর কচুয়া মংলা উপজেলার চোপড়া গ্রামের নিলম্বর রায়ের ছেলে। তিনি স’ মিল শ্রমিক ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ ॥ নানা কর্মসূচী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আজ মঙ্গলবার, খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ২৫ নবেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হলেও এবার ওই দিনটিতে সরকারী ছুটি থাকায় ২৯ নবেম্বর দিবসটি উদযাপনে কর্মসূচী গ্রহণ করা হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, একাডেমিক ফেয়ার (শিক্ষা মেলা) উদ্বোধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খুবি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচী অনুযায়ী বেলা সাড়ে ৯টায় ক্যাম্পাসে শোভাযাত্রা, বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে একাডেমিক ফেয়ার (শিক্ষা মেলা) উদ্বোধন, সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও কর্মসূচীতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন, রাইঙ্গামারী গ্রামকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্¡লন প্রভৃতি। খুবির ক্যাম্পাসে আয়োজিত একাডেমিক ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন থেকে স্ব স্ব ক্ষেত্রে তাদের অর্জন ও সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রদর্শন করা হবে। খুলনাঞ্চলের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য এই একাডেমিক ফেয়ার উন্মুক্ত রাখা হয়েছে।
×