ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে নিহত ৫

প্রকাশিত: ০৪:০০, ২৯ নভেম্বর ২০১৬

সড়কে নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে কিশোর, বগুড়ায় স্কুলছাত্র, কিশোরগঞ্জে দুই নছিমনযাত্রী ও দাউদকান্দিতে এক পথচারী নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বাগেরহাট ॥ শহরতলীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (১৬) নামের বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাতে খুলনা মহাসড়কের মেগনিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খানজাহান আলী (র) মাজার থেকে তরিকুল বাইসাইকেলে চড়ে সোনাতলা এলাকায় বাড়ি ফিরছিল। মেগনিতলা এলাকায় পণ্যবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া ॥ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস রোডের বড়িয়া বটতলা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন এক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার সময় সড়কের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা সবুজ (৪৩) ও সন্তান সোয়েব (১২) দগ্ধ ও আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে সন্তান সোয়েব মারা যায়। নিহত শিশু সোয়েব জলেশ্বরীতলা নূর ওয়ার্ল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা ছেলেকে স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ ॥ কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বাজড়া-আগরপুরের মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। দাউদকান্দি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় এক পথচারী নিহত এবং তিনজন আহত হয়েছে। সোমবার বিকেলে গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের সামনে ঢাকাগামী ট্রাক রাস্তায় অপেক্ষমাণ পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মনিরুল ইসলাম (৭০) নিহত এবং এক নারীসহ দুজন আহত হয়।
×