ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের ওপর হামলা

প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

প্রকাশিত: ০৪:০০, ২৯ নভেম্বর ২০১৬

প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্মের আদিবাসীদের ওপর হামলা, মামলা, লুট, খুন, উচ্ছেদ ও হয়রানির প্রতিবাদ এবং দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে আদিবাসী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : গাইবান্ধা ॥ সোমবার জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মুখে কালো কাপড় বেঁধে সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ, জনউদ্যোগ, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। এদিকে মানববন্ধন চলাকালে বক্তারা সাঁওতালদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ তাদের সহযোগীদের গ্রেফতার দাবি করেন। এছাড়া তারা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান ও থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ঘটনার এক মাস পূর্তি উপলক্ষে সারাদেশে শহীদ মিনারে ৬ ডিসেম্বর বিকেল ৫টায় সমাবেশ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। মানববন্ধন চলাকালে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন চুনি ইসলাম। গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লী ও ঘোড়াঘাট থেকে এই কর্মসূচীতে অংশ নিতে আসার পথে গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট এলাকায় পুলিশ আদিবাসী সাঁওতালদের বাধা প্রদান করে এবং তাদের হুমকি প্রদান করা হয়। পুলিশের বাধা এড়িয়েও মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে গাইবান্ধায় এসে অনেক আদিবাসী এই কর্মসূচীতে যোগদান করে। তাদের অভিযোগে এই তথ্য জানা গেছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, জেএসডির জেলা সভাপতি লাসেন খান রিন্টু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি রেবতী বর্মণ, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা নরেন বাসকে, দলিত জনগোষ্ঠীর নেতা রাজেশ বাসফোর, যুব ইউনিয়নের জেলা সভাপতি প্রতিভা সরকার ববি, সমাজকর্মী কামরুল হাসান জিলানী, আব্দুর রউফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক রানু সরকার প্রমুখ। বগুড়া ॥ জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখা সোমবার শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে। পরিষদের জেলা শাখার সভাপতি যুগেশ চন্দ্র সিংয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বগুড়া শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সদস্য মাহফুজুল হক, আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল বারী দীপন, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাশিদ নিগার খন্দকার কেকা প্রমুখ। রাজশাহী ॥ মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অদিবাসীরা। সোমবার বেলা সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটি এ কর্মসূচী পালন করে। বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসী সাঁওতালদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, খ্রীস্টিনা বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, কেন্দ্রীয় দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী কমিটির সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, মহানগর সাধারণ সম্পাদক অন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী সভাপতি কল্পনা রায়, কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, জনউদ্যোগ রাজশাহীর সমন্বয়ক জুলফিকার আহমেদ গোলাপ, রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহীর সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ। রংপুর ॥ সোমবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখা। সম্মেলনে ঘটনার মূল হোতা স্থানীয় সংসদ সদস্যা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলসহ সকল আসামিকে গ্রেফতারের দাবিতে আগামীর ৬ ডিসেম্বর প্রতিটি জেলায় সংহতি সমাবেশ ও পুলিশের গুলিতে নিহত তিন আদিবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ সরেন। আরও বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমরন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব কুমার মাহাতো, সিপিবি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শাহাদত হোসেন, জেলা সম্পাদক শাহিন রহমান, নারী নেত্রী হাসনা চৌধুরী, ওয়ার্কার্স পার্টি নেতা নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা গৌতম রায়, বাসদ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। নাটোর ॥ মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সোমবার সকাল ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি রমানাথ মাহাতোর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব প্রদীপ লাকড়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সভাপতি মাহবুবুল আলম মাহবুব, আদিবাসী ছাত্র পরিষদের জেলা সভাপতি কালিদাস রায়, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক শ্যামা বসাক, অনির্বাণ কর্মসংস্থার নির্বাহী পরিচালক প্রভাতী বসাক, সাথীর নির্বাহী পরিচালক শিবলী সাদিক, বিশ্বনাথ দাস বিশু প্রমুখ।
×