ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনা মেডিক্যালে সমস্যা নিরসন দাবি

প্রকাশিত: ০৩:৫৯, ২৯ নভেম্বর ২০১৬

খুলনা মেডিক্যালে সমস্যা নিরসন দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক ও জনবল সঙ্কটসহ সমস্যা নিরসনের দাবিতে সোমবার দুপুরে বিএমএ খুলনার উদ্যোগে শহীদ ডাঃ মিলন চত্বরে (সাত রাস্তার মোড়) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএ খুলনার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ডাঃ মোহাম্মদ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএমএ খুলনার সহ-সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান, ডাঃ মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক ডাঃ বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মামুনুর রশিদ, বিপিএমপিএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সওকাত আলী লস্কর, ডাঃ উৎপল কুমার চন্দ, ডাঃ এমএম তুষার আলম, নাগরিক নেতা শাহীন জামাল পন প্রমুখ। প্রাইম এশিয়া ভার্সিটিতে কর্মশালা ২৬ নবেম্বর সকালে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী ‘অনলাইন টিচিং, এক্সাম এ্যান্ড ইভালুয়েশান টেকনিকস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক। রিসোর্স পার্সন ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ. কে এম ফজলুল হক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ=পরিচালক ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ড. হেলার উদ্দিন কর্মশালায় কোর্স পরিচালক এবং অতিরিক্ত পরিচালক ড. শাহজালাল কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি পরিবেশ অধিদফতর অফিসার্স এ্যাসোসিয়েশনের সভা পরিবেশ অধিদফতর অফিসার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৬ নবেম্বর অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইছউল আলম ম-ল বিশেষ অতিথি ছিলেন। পরিবেশ অধিদফতরের অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী সভাপতিত্ব করেন। পরিবেশ অধিদফতরের সারাদেশের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×