ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের খামারের দুধ জুটছে না সাধারণের কপালে

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ নভেম্বর ২০১৬

বরিশালের খামারের দুধ জুটছে না সাধারণের কপালে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উর্ধতন কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে বিপুল সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের একমাত্র সরকারী খামারটির উন্নয়ন ব্যাহত হচ্ছে। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় প্রভাবশালী সদস্যের অনৈতিক আচরণে খামার থেকে প্রতিদিন উৎপাদিত দুধ সাধারণ মানুষের মধ্যে কম দামে বিক্রির সরকারী সিদ্ধান্তটিও ব্যাহত হচ্ছে। অথচ বাজার দরের চেয়ে কম দামে এখান থেকে দুধ বিক্রি করতে গিয়ে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ অর্থ গচ্চা যাচ্ছে। অথচ সাধারণ মানুষের জন্য সরকারী খামারের দুধ কম দামে বিক্রির মহতী উদ্যোগটি মুখ থুবড়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে বরিশালের খামারটিতে বিভিন্ন বয়সী ও শ্রেণীর দু’শ’ গবাদি পশু লালন পালন করা হচ্ছে। যার মধ্যে দুগ্ধবতী গাভীর সংখ্যা ৩৭। আরও বেশ কিছু গাভী এখন গাভীন। যা আগামী এক থেকে তিন মাসের মধ্যে বাচ্চা প্রসব করবে। ঈদ-উল-আযহার সময়ে এখান থেকে বিভিন্ন বয়সী ১৩টি ষাঁড় নিলামে বিক্রি করা হয়েছে। বর্তমানে এ খামারে প্রতিদিন গড়ে পৌনে তিন শ’ লিটার করে দুধ উৎপাদন হয়। আগামী মাসেই তা চার শ’ লিটারে উন্নীত হবার সম্ভাবনার কথা জানিয়েছেন খামারের প্রধান নির্বাহী ও পশু উৎপাদন কর্মকর্তা। তবে উৎপাদিত দুধ ইতোপূর্বে ঠিকাদারের মাধ্যমে ৫০ টাকা লিটার দরে বিক্রি হতো। কিন্তু বর্তমান সরকার জনগণের পুষ্টির বিষয় চিন্তা করে ঠিকাদারের পরিবর্তে সরাসরি সাধারণ জনগণের কাছে দুধ বিক্রি করার বিধান চালু করেছে। জনগণের পুষ্টি চাহিদা মেটাতে এই উদ্যোগটি অত্যন্ত মহতী হলেও প্রতিদিন সকালে দুধ কিনতে আসা সাধারণ মানুষকে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। মাথাপিছু এক লিটার করে দুধ বিক্রি করার বিধান থাকলেও অধিকাংশ মানুষের ভাগ্যে জুটছে না দুধ। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতিদিন জনপ্রতি পাঁচ থেকে ১০ লিটার করে দুধ নিয়ে যাওয়া হচ্ছে। তবে প্রধান নির্বাহী এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা ॥ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৮ নবেম্বর ॥ রবিবার রাতে শাহজাদপুর পৌরসদরের আইকবাড়ি (শক্তিপুর) থেকে ডিবি পরিচয় দিয়ে এক পুস্তক ব্যবসায়ীকে অপহরণের সময় ৩ জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মতিন বাদী হয়ে সোমবার ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জানা যায়, রবিবার সন্ধ্যায় একটি সাদা মাইক্রোবাসে ৮ অপহরণকারী আইকবাড়ী (শক্তিপুর) মহল্লার আব্দুল মতিনকে ডিবি’র পরিচয় দিয়ে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় মতিনের চিৎকারে এলাকার রুবেল, রাশিদুল, মজিদ, সোহেল, সুজনসহ ১০/১২ জন ধাওয়া করে পাড়কোলা গ্রামে মোটরসাইকেল দিয়ে মাইক্রোবাসটিকে ব্যারিকেড দেয়।
×