ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ভাংচুর

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ নভেম্বর ২০১৬

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর হয়। পরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবের নেতৃত্বে শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে পিটিয়েছে নেতাকর্মীরা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকও তাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দলীয় টেন্ট থেকে হঠাৎ মিছিল বের করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শহীদ মিনারের সামনে সমাবেশ করার চেষ্টা করে। এ সময় কলেজ হোস্টেল থেকে ছাত্রলীগের মিছিল এসে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষ বেধে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে। দৌড়ে পালানোর সময় কলা ভবনের সামনে থেকে শিবিরকর্মী সন্দেহে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহকে ধরে ফেলে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তারা বেয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খানের সামনে দিয়ে আব্দুল্লাহকে বেদম মারতে মারতে টেনে হেঁচড়ে বিজ্ঞান ভবনের দিকে নিয়ে যায়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। পরে তাকে রক্ষায় এগিয়ে আসেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আনিসুজ্জমান ও আবু নোমান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতারা বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার কলেজ ক্যাম্পাসে হাজির হন। তার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল বের হয়ে নগরীর সাহেব বাজারের দিকে চলে যায়। এ ঘটনার পর ক্যাম্পাসে আসেন মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। এরপরই কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, শহীদ জিয়াবুল হক দিবস উপলক্ষে ছাত্রলীগের পূর্বনির্ধারিত শোকর‌্যালি হওয়ার কথা ছিল। কিন্তু এ সময় ছাত্রদল ও ছাত্রশিবির একত্রিত হয়ে মিছিল করে এবং উস্কানিমূলক সেøাগান দেয়। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
×