ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউ অরলিন্সে গুলিতে নিহত ১, আহত ৯

প্রকাশিত: ০৩:২৩, ২৯ নভেম্বর ২০১৬

নিউ অরলিন্সে গুলিতে নিহত ১, আহত ৯

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ঐতিহাসিক ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তির গুলিতে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। বন্দুকধারী ব্যক্তি ৭টা ৪০ জিএমটিতে বরবোন এবং ইবারভিল স্ট্রিটের কোণ থেকে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মাইকেল হ্যারিসন এক সাংবাদিক সম্মেলনে জানান, হতাহতদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। তাদের সবার বয়স ২০ থেকে ৩৭ বছরের মধ্যে। তিনি বলেন, দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হ্যারিসন জানান, এই গোলাগুলির কারণ এখনও জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে। তিনি আরও জানান, বরবোন স্ট্রিট এলাকাটিতে অনেক বার রয়েছে। এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গোলাগুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। বাকি নয়জনের অবস্থা বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। -বিবিসি পাক সেনাপ্রধানের সোশ্যাল মিডিয়ায় কোন এ্যাকাউন্ট নেই ফেসবুক, টুইটারসহ কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক এক টুইটে জানিয়েছেন, কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সেনাপ্রধানের এ্যাকাউন্ট নেই। তার নামে যেসব এ্যাকাউন্ট রয়েছে, তার সবই ভুয়া। নতুন সেনাপ্রধান বাজওয়া মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। তাকে অভিনন্দন জানিয়ে তার নামে খোলা ভুয়া ফেসবুক, টুইটার এ্যাকাউন্টে অনেকে বার্তা পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। পরে আইএসপিআরের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়, তার নামে কোন এ্যাকাউন্ট বা পেজ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকায় বাজওয়াকে টেলিফোনে অভিনন্দন জানাচ্ছেন সরকারের শীর্ষ পর্যায়ের নেতা ও কর্মকর্তারা। তাকে অর্থমন্ত্রী ইসহাক দার টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। এদিকে, পাকিস্তান সামরিক বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ পদে সোমবার নিয়োগ পেয়েছেন জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত। জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির ১৭তম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি। তিন বাহিনীর পক্ষে গার্ড অব অনার দেয়া হয়েছে মাহমুদ হায়াতকে। -ডন ও টাইমস অব ইন্ডিয়া
×