ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজার সৈকতকে টোকাই মুক্ত ঘোষণা

প্রকাশিত: ০২:০৬, ২৮ নভেম্বর ২০১৬

কক্সবাজার সৈকতকে টোকাই মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাকে ট্যুরিস্ট পুলিশ ভিক্ষুক ও হকারমুক্ত করার ঘোষণা দিয়েছে। সৈকতের বালিয়াড়ি তথা বিচ সীমানায় টোকাই ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের আনন্দ ভ্রমন আরও স্বাচ্ছন্দময়ী করে তুলতে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে ট্যুরিস্ট পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী। তিনি জানান, আমরা চাচ্ছি বিশ্ব দরবারে কক্সবাজারকে আরও বেশী তুলে ধরতে। ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে পর্যটক আগমণ বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সমুদ্র সৈকত এলাকাকে ভিক্ষুক ও হকারমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন হকারকে আটক করা হয়েছে।
×