ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু নির্যাতন মামলা

ছয় মাসে নিষ্পত্তি না হলে উচ্চ আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৮:২৮, ২৮ নভেম্বর ২০১৬

 ছয় মাসে নিষ্পত্তি না হলে উচ্চ আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন মামলা ৬ মাসে নিষ্পত্তি না হলে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০-এর ৩১-ক ধারা অনুযায়ী কোন মামলা উক্ত আইনের ২০ এর উপধারা (৩) এ উল্লেখিত ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে তার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রীমকোর্টে দাখিল করা এবং তার একটি অনুলিপি সরকারের কাছে প্রেরণ করার সুনির্দিষ্ট বিধান রয়েছে। তাছাড়া উল্লেখিত ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সরকারের কাছে দাখিল এবং তার একটি অনুলিপি সুপ্রীমকোর্টে প্রেরণ করার বিধান সন্নিবেশিত আছে। একইসঙ্গে মামলার পাবলিক প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাকেও অনুরূপ প্রতিবেদন সরকারের কাছে দাখিলের নির্দেশনা রয়েছে। কিন্তু বিচারক, পিপি ও তদন্তকারী কর্মকর্তা কেউই এই বিধান যথাযথভাবে পালন না করাকে অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও আইন বহির্ভূত এবং তা অসদাচরণেল শামিল বলে গণ্য করেছে সুপ্রীমকোর্ট। একইসঙ্গে এই প্রতিবেদন দাখিলের বিধান আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এসকে সিনহার নির্দেশে রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন রবিবার এই সার্কুলার জারি করেন। কিন্তু এই বিধান পালন না করায় সার্কুলার জারি করেছে সুপ্রীমকোর্ট। এতে বলা হয়, সুপ্রীমকোর্টের নিকট গোচরীভূত হয়েছে যে আইনে নির্ধারিত সমসয়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি না হলেও তার কোন কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল থেকে কোন প্রতিবেদন সুপ্রীমকোর্টে প্রেরণ করা হচ্ছে না। অধিকন্তু এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও এর কারণ লিপিবদ্ধ করে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করে তার অনুলিপি এই কোর্টে প্রেরণ করছে না। বিষয়টি অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও আইন বহির্ভূত। এমতাবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০০০ এর ৩১-ক ধারা আবশ্যিক প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হলো।
×