ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বাস করি শামীম ওসমান আমার পক্ষে নির্বাচনে সক্রিয় হবেন ॥ আইভী

প্রকাশিত: ০৭:৪০, ২৮ নভেম্বর ২০১৬

বিশ্বাস করি শামীম ওসমান আমার পক্ষে নির্বাচনে সক্রিয় হবেন ॥ আইভী

বিশেষ প্রতিনিধি ॥ নাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ঢাকায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নির্বাচনের প্রচারের কৌশল, সুবিধা-অসুবিধার খোঁজখবর নেয়া ছাড়াও বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় নেতারা কথা বলেন ডাঃ আইভীর সঙ্গে। আলোচনায় স্থানীয় এমপি শামীম ওসমানের বিষয়টিও স্থান পায়। বৈঠক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠককালে ডাঃ আইভী জানান, আমি দৃঢ়ভাবে আশাবাদী এমপি শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হবেন। শামীম ওসমানের লোকজনসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে। এমনকি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও আমাকে সমর্থন দিয়েছেন। এখনও শামীম ওসমান প্রকাশ্যে সিরিয়াসলি আমার পক্ষে নামেননি। তিনি মুখ না খোলায় অনেকে দ্বিধায় রয়েছেন। শেষ পর্যন্ত না এলেও নির্বাচনে আমার কোন অসুবিধা হবে না। বৈঠকে আইভী নির্বাচনী প্রচার বিষয়ে বলতে গিয়ে নারায়ণগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায় যাতে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সংখ্যালঘু ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে একটি টিম পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে সংখ্যালঘুদের একটি ভোটব্যাংক আছে। এছাড়াও আছে ধর্মীয় একটি ভোটব্যাংক। নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। এগুলো কারা করছেন এদিকে বিশেষ নজর দেয়া জরুরী। একই সঙ্গে গত নির্বাচনে তিনি যাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, এবারও তাদের সেই দায়িত্ব দেয়ার অনুমতি চেয়েছেন আইভী। সূত্র জানায়, জবাবে আওয়ামী লীগ নেতারা জানান, দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচার চালাবেন এবং সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি দেখভাল করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তরিকত ফেডারেশনসহ স্বাধীনতার পক্ষের বিভিন্ন ধর্মীয় দলের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। আইভীর বক্তব্যের সারমর্ম সভানেত্রী শেখ হাসিনার কাছে জানানো হবে বলেও তাকে জানানো হয়। সূত্র জানায়, বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল সম্পর্কে ডাঃ আইভী বলেন, নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে আমি যাব, সব শ্রেণী-পেশার মানুষের কাছে যাব। মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইব। দরকার হলে ওনার (শামীম ওসমান) কাছেও যাব। তবে সার্বিক বিষয় কেন্দ্র থেকে মনিটরিং করতে হবে। বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বিঘেœ নির্বাচন হলে আমার জয় সুনিশ্চিত। আমি বিজয়ী হবই। ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের কথা স্বীকার করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান জনকণ্ঠকে বলেন, বৈঠকে আমরা নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে দলের প্রচার কৌশল সম্পর্কে কথা বলেছি। প্রার্থী ডাঃ আইভী নিজেও বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা বলেছিÑ প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। মন্ত্রী-এমপি বাদে দলের কেন্দ্রীয় নেতাদের একটি টিম সেখানে গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবে। বৈঠকে উপস্থিত দু’জন কেন্দ্রীয় নেতা জানান, মেয়র প্রার্থী আইভী আমাদের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নারায়ণগঞ্জে পাঠাতে বলেছেন। আমরা তাকে আশ্বস্ত করেছি দু’জন কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের এক নেত্রীর সমন্বয়ে একটি বড় টিম নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার চালাবেন।
×