ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিদেশীয় সিরিজে শিরোপা শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৫:৪০, ২৮ নভেম্বর ২০১৬

ত্রিদেশীয় সিরিজে শিরোপা শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজকে টেক্কা দিয়ে ফাইনালে উঠেছিল জিম্বাবুইয়ে। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে পাত্তা পেল না গ্রেয়ামে ক্রেমারের দল। ৬ উইকেটের জয়ে জিম্বাবুইয়েকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় ওয়ানডের শিরোপা জিতল উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন লঙ্কান বাহিনী। ঘরের মাঠ বুলাওয়েতে ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয় জিম্বাবুইয়ে। তারিসাই মুসাকান্দা ৩৬, শন উইলিয়ামস ৩৫, ক্রেইগ অরভিন ২৫ ছাড়া কেউ বলার মতো ইনিংস খেলতে পারেননি। অতিথিদের হয়ে দুই তরুণ জেফরি ভ্যান্ডার্সে ও আসেলা গুনারতেœ নেন ৩টি করে উইকেট। জবাবে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়লেও কুশল মেন্ডিজ ও উপল থারাঙ্গা দারুণ দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেন। ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কুশল মেন্ডিজ ৭২ বলে ১০ চারের সাহায্যে ৫৭ রান করে আউট হলেও থারাঙ্গা ৫৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৯৮ বলের ইনিংসে লঙ্কান অধিনায়ক ৬ চার ও ১টি ছক্কা হাঁকান। ম্যাচ ও সিরিজসেরার দুটি পুরস্কারই গেছে কুশল মেন্ডিজের পকেটে। দুর্ভাগ্য ক্যারিবীয়দের। জিম্বাবুইয়ের সঙ্গে ‘টাই’, ও শ্রীলঙ্কার কাছে মাত্র ১ রানে হারের পর বৃষ্টিবিঘিœত শেষ ম্যাচে জিম্বাবুইয়ের কাছে ৫ রানে হেরে ফাইনালে উঠতে পারেনি জেসন হোল্ডারের দল।
×