ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা টি২০ এশিয়া কাপ

থাইল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই রুমানাদের

প্রকাশিত: ০৫:৪০, ২৮ নভেম্বর ২০১৬

 থাইল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা খুবই বাজে হয়েছে। মহিলা এশিয়া কাপ টি২০ আসরের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়বরণ করতে হয়েছে শক্তিশালী ভারতের কাছে। এরচেয়েও বড় লজ্জার বিষয় ছিল মহিলা টি২০ ক্রিকেটে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৫৪ রানেই গুটিয়ে যাওয়া। এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। নতুন অধিনায়ক রুমানা আহমেদের নেতৃত্বে সে লড়াইয়ে স্বাগতিক থাইল্যান্ড মহিলা ক্রিকেট দল প্রতিপক্ষ আজ। বাংলাদেশ সময় সকাল ৯টায় ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে। টানা চার এশিয়া কাপ হয়েছে ওয়ানডে ফরমেটে। তবে চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিত গত আসর থেকে টি২০ ফরমেটে আয়োজিত হচ্ছে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট। সবগুলো আসরেই শিরোপা জিতেছে ভারত। সেদিক থেকে এবারও তারাই ফেবারিট এ টুর্নামেন্টের। ভারতের মেয়েদের কাছে অতীতে কখনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবারও সেটাই হয়েছে। যদিও লড়াকু মনোভাব ব্যক্ত করেছিলেন কোচ ডেভিড ক্যাপেল ও অধিনায়ক রুমানা। কিন্তু সেটার ছাপ দেখা যায়নি। উল্টো শোচনীয়ভাবে ৬৪ রানের বড় পরাজয় নিয়ে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে তারা। গত আসরে গ্রুপপর্বের তিন ম্যাচ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে পাকিস্তানী মেয়েদের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছিল সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। এবার শুরুতেই লজ্জার হার, তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই মাঠে নামবে রুমানারা। বোলাররা ভাল করলেও ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। এবার মূল লক্ষ্যটাই থাকবে ব্যাটারদের দারুণ কিছু করা। থাইল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে এর আগে কোন টি২০ খেলেনি বাংলাদেশের মেয়েরা। গত এশিয়া কাপে হংকংয়ের মেয়েদের হারিয়ে একমাত্র জয় পেয়েছিল থাই মেয়েরা। এবার তারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে হারলেও বাংলাদেশের চেয়ে ভাল নৈপুণ্য দেখিয়েছে। অন্তত ব্যাটাররা ভাল করেছে। ৫ উইকেটে ৬৯ রান করেছিল তারা পুরো ২০ ওভার ব্যাট করে।
×