ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিফা কনফেডারেশন্স কাপ

একই গ্রুপে চিলি-জার্মানি

প্রকাশিত: ০৫:৪০, ২৮ নভেম্বর ২০১৬

একই গ্রুপে চিলি-জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাশিয়ার কাজানে হয়ে গেল ফিফা কনফেডারেশন্স কাপের ড্র। কনফেডারেশন্স কাপের ড্র অনুযায়ী একই গ্রুপে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং কোপা আমেরিকা জয়ী চিলি। আর আয়োজক দেশ রাশিয়ার সঙ্গে একই গ্রুপে খেলবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এ গ্রুপে রাশিয়া আর পর্তুগাল ছাড়া বাকি দুটি দল হলো কনকাকাফ জয়ী মেক্সিকো এবং ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে জার্মানি, চিলির সঙ্গে রয়েছে এশিয়া কাপজয়ী অস্ট্রেলিয়া। আর চতুর্থ দলটি আসবে আফ্রিকান কাপ অফ নেশন্স জিতে। আগামী বছরের ১৭ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের রেহার্সেল হিসেবে খ্যাত এই কনফেডারেশন্স কাপ। যা জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত চলবে। ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাশিয়া। একদিন পরই কনকাকাফ জয়ী মেক্সিকোর মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ইউরো জয়ীদের কোচ ফার্নান্ডো সান্তোসের মতে কঠিন গ্রুপে পড়েছে তার দল। যেখানে ফেবারিট রাশিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের গ্রুপটাকে কঠিন বলতে হবে। আর নিশ্চিত ফেবারিট হিসেবে থাকছে রাশিয়া।’ তবে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে দারুণ আশাবাদী সান্তোস। তিনি বলেন, ‘সেরা খেলোয়াড়দের নিয়ে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব। তবে অবশ্যই সে (ক্রিশ্চিয়ানো রোনাল্ডো) যদি চোটমুক্ত থাকে।’ গ্রুপ পর্বের প্রতিপক্ষ নিয়ে অবশ্য খুব চিন্তিত নন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা মজার। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং রাশিয়ার কোন চিন্তার কারণ নেই কারণ আমরা আমাদের সেরা দল নিয়েই খেলতে আসব।’
×