ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাডিলেডে তৃতীয় ও শেষ টেস্টে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকার (২-১) হার ৭ উইকেটে, ম্যাচসেরা সেঞ্চুরিয়ান উসমান খাজা (১৪৫), সিরিজসেরা প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার

অবশেষে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ নভেম্বর ২০১৬

অবশেষে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। কুলিন অসিরা কেবল ‘হেয়াইটওয়াশ’ই নয়, ঐতিহাসিক লজ্জার হাত থেকেও বেঁচে গেছে। ঘরের মাটিতে তিন বা তার বেশি টেস্টের সিরিজে কখনই হেয়াইটওয়াশ হয়নি তারা। টানা দুই হারে এবার সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রধান নির্বাচক রডনি মার্শের পদত্যাগের পর নিয়মিত পাঁচ ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়। ‘মরলে নতুনদের নিয়েই মরো’Ñ মন্ত্রই যেন টনিক হয়ে ধরা দিল। গর্বের ব্যাগি গ্রিন ক্যাপের সম্মান বাঁচাতে লড়লেন স্মিথরা। প্রতিপক্ষের ছুড়ে দেয়া ১২৭ রানের সহজ লক্ষ্যটা তারা ছুঁয়ে ফেলল চতুর্থ দিনেই। দ্বিতীয় ইনিংসে সফরকরীদের ২৫০ রানে গুঁড়িয়ে স্বাগতিক বোলাররা কাজের কাজটা করেন দেন। তার আগে প্রোটিয়াদের ২৫৯/৯ (ডিক্লেঃ)-এর জবাবে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৮৩। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন উসমান খাজা (১৪৫)। সিরিজসেরার পুরস্কার উঠেছে অতিথি পেসার ভারনন ফিল্যান্ডারের হাতে । ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে রবিবার চতুর্থদিনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। একপ্রান্ত আগলে রাখা স্টিফেন কুক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুর তুলে নেন। ১০৪ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। তবে অন্যদিকে ফিল্যান্ডার (১৭) ছাড়া আর কেউ টিকতে পারেননি। প্রোটিয়াদের শেষ চার ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। ফলে ২৫০ রানে অলঅউট। স্টার্ক ৪, নাথান লেয়ন ৩ ও জস হ্যাজলউড নেন ৩টি করে উইকেট। ১২৭ রানের ছোট্ট লক্ষ্যে বিনা উইকেটে ৬৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রানের দূরত্বে আউট হন ডেভিড ওয়ার্নার (৪৭)। দুই বলের ব্যবধানে শূন্য হাতে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান খাজা (০)। তবে দ্রুত সেই ধাক্কা সামলে নেন স্মিথ (৪০) ও অভিষিক্ত ম্যাট রেনশ (৩৪)। তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন তারা। ২ রানের দূরত্বে অধিনায়ক স্মিথ না ফিরলে অসিদের জয়ের ব্যবধানটা আরও বড় হতো। প্রোটিয়াদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল এ্যাবট ও তাবারিজ শামসি। শ্রীলঙ্কা সফরে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর এই সিরিজের প্রথম দুটি নিয়ে টানা পাঁচ টেস্টে হারÑ অবশেষে এল অস্ট্রেলিয়ার লজ্জা এড়ানো স্বস্তির জয়। স্কার কার্ড ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৫৯/৯ ডিক্লেঃ (৭৬ ওভার; ডুপ্লেসিস ১১৮*, স্টিভেন কুক ৪০, এ্যাবট ১৭, ডি’কক ২৪, শামসি ১৮*, বাভুমা ৮, এলগার ৫, আমলা ৫, ডুমিনি ৫, ফিল্যান্ডার ৪, রাবাদা ১; হ্যাজলউড ৪/৬৮, বার্ড ২/৫৭, স্টার্ক ২/৭৮, লেয়ন ১/৪৫) ও দ্বিতীয় ইনিংস ২৫০/১০ (৮৫.২ ওভার; স্টিফেন কুক ১০৪, এলগার ০, আমলা ৪৫, ডুমিনি ২৬, ডুপ্লেসিস ১২, বাভুমা ২১, এ্যাবট ০, ডি’কক ৫, ফিল্যান্ডার ১৭, রাবাদা ৭ ; স্টার্ক ৪/৮০, হ্যাজলউড ২/৪১, বার্ড ১/৫৪, লেয়ন ৩/৬০)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩৮৩/১০ (১২১.১ ওভার; খাজা ১৪৫, স্টার্ক ৫৩, হ্যাজলউড ১১*, লেয়ন ১৩, বার্ড ৬; ফিল্যান্ডার ২/১০০, এ্যাবট ৩/৪৯, রাবাদা ৩/৮৪, শামসি ১/১০১) ও দ্বিতীয় ইনিংস ১২৭/৩ (৪০.৫ ওভার; ওয়ার্নার ৪৭, স্মিথ ৪০, রেইনশ ৩৪, খাজা ০, হ্যান্ডসকম্ব ১*; এ্যাবট ১/২৬, শামসি ১/৪৯, ফিল্যান্ডার ০/২০) ফল ॥ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ উসমান খাজা (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ তিন টেস্টের সিরিজ দক্ষিণ আফ্রিকা ২-১এ জয়ী সিরিজসেরা ॥ ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)।
×