ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অশ্বিনের রেকর্ডে ভারতের জবাব

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ নভেম্বর ২০১৬

অশ্বিনের রেকর্ডে ভারতের জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ মোহালি টেস্টে সেয়ানে-সেয়ানে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে নিয়মিত উইকেট হারালেও বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রেসে ফিরেছে ভারত। দ্বিতীয়দিন শেষে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২৭১। অধিনায়ক বিরাট কোহলি আউট হয়েছেন ৬২ রান করে। অশ্বিন ৫৭ এবং রবীন্দ্র জাদেজা ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন। দুই অলরাউন্ডের ব্যাটের দিকে তাকিয়ে লিডের স্বপ্ন দেখছে ভারত। টেস্টে এক বছরে ৫০০ রান ও ৫০ উইকেট শিকার করে অসাধারণ এক ‘ডাবলে’র রেকর্ডে নাম লিখিয়েছেন অশ্বিন। এ বছর এটি তার দশম টেস্ট। ৪৮.১৮ গড়ে করেছেন ৫৩০ রান, উইকেট নিয়েছেন ৫৬টি। টেস্ট ইতিহাসের দশম ও কপিল দেবের পর ভারতের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অশ্বিন এই মাইলফলক ছুঁয়েছেন। সর্বোপরি স্পিনিং অলরাউন্ডারদের মধ্যেও দ্বিতীয়। তালিকায় আছেন ড্যানিয়েল ভেট্টরি, ইয়ান বোথাম, শন পোলকের মতো গ্রেট। প্রতিপক্ষের শেষ দুই উইকেট তুলে নেয়ার পর ব্যাটিংয়ে নেমে রবিবার দ্বিতীয়দিনের শুরুতেই ধাক্কা খায় ভারত। ৩৯ রানে ব্যক্তিগত ১২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মুরলি বিজয়। এরপর দীর্ঘদিন আট বছর পর জাতীয় দলে ফেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের সঙ্গে ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পুজারা। হাফ সেঞ্চুরি না পেলেও প্রত্যাবর্তনটা মন্দ হয়নি। ওপেন করতে নেমে ৪২ রানে আউট হন পার্থিব। ৭৩/২ থেকে ১৪৮-এ তৃতীয় উইকেটের পতন ঘটে। ততক্ষণে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু ইংলিশদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে পুজারা (৫১) আউট হলে দ্রুতই তাকে অনুসরণ করেন অজিঙ্কা রাহানে (০), অভিষিক্ত করুণ নায়ার (৪)। করুণ রানআউট হন। ৯ বাউন্ডারিতে ১২৭ বলে ৬২ রানের কার্যকর ইনিংস খেলে ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে জনি বেয়ারস্টোকে ক্যাচ তুলে দেন সুপার কোহলি। ইংল্যান্ডের হয়ে লেগস্পিনার আদিল রশিদ ৩ ও বেন স্টোকস নিয়েছেন ২টি করে উইকেট। ইংলিশদের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয়দিন ব্যাট করতে নামবে ভারত। লিড পাওয়া এবং সেটিকে বড় করার পথে এই জুটির ভূমিকা অনেক। গুরুত্বপূর্ণ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধনায়ক এ্যালিস্টার কুক। প্রথমদিন ২৬৮/৮-এ শেষ করে দ্বিতীয়দিন সুবিধা করতে পারেনি। ২৮৩তেই শেষ হয় ইনিংস। সর্বোচ্চ ৮৯ রান জনি বেয়ারস্টোর। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৩, উমেশ যাদব, জয়ন্ত যাদব ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। ১ উইকেট অশ্বিনের। দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ভারত। প্রথমটি ড্র হয়। ইংলিশদের জন্য মোহালির এই ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ২৮৩/১০ (৯৩.৫ ওভার; বেয়ারস্টো ৮৯, বাটলার ৪৩, স্টোকস ২৯, ওকস ২৫, কুক ২৭, হামিদ ৯, রুট ১৫, মঈন ১৬, রশিদ ৪, ব্যাটি ১; শামি ৩/৬৩, উমেশ যাদব ২/৫৮, জয়ন্ত যাদব ২/৪৯, জাদেজা ২/৫৯, অশ্বিন ১/৪৩)। ভারত প্রথম ইনিংস ২৭১/৬ (৮৪ ওভার; কোহলি ৬২, পুজারা ৫১, অশ্বিন ৫৭*, পার্থিব প্যাটেল ৪২, জাদেজা ৩১*, বিজয় ১২, রাহানে ০, নায়ার ৪, রশিদ ৩/৮১, স্টোকস ২/৪৮)। ** দ্বিতীয়দিন শেষে
×