ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরুতেই নৌবাহিনী ও সেনাবাহিনীর সাঁতারুদের দাপট, রোমানার ডাবল রেকর্ড

জাতীয় সাঁতারে সাগরের নতুন রেকর্ড

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ নভেম্বর ২০১৬

জাতীয় সাঁতারে সাগরের নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা রবিবার থেকে শুরু হয়েছে রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে। প্রথমদিনেই নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন নৌবাহিনীর সাঁতারু মাহফিজুর রহমান সাগর। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রথম হয়েছেন তিনি। এদিকে নতুন রেকর্ড গড়ে জোড়া স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার। ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ছাড়াও তিনি স্বর্ণপদক জিতেছেন ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। প্রথম হওয়ার পথে সাগর সাঁতার শেষ করেন ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে সাগরের আগের রেকর্ড ছিল ১ মিনিট ৫৯.১৩ সেকেন্ড। ২০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। তিনি সাঁতার শেষ করেন ২ মিনিট ০১.০৬ সেকেন্ডে। ২ মিনিট ০৪.০২৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর আসিফ রেজা। পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রথম হয়েছেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহম্মেদ। সেরা হওয়ার পথে তিনি সময় নেন ২ মিনিট ১৫.৬০ সেকেন্ড। ২ মিনিট ১৮.২২ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী ও ২ মিনিট ২০.৪৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর আসিফ রেজা। মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রথম হয়েছেন সেনাবাহিনীর সাঁতারু রোমানা আক্তার। তিনি সময় নেন ২ মিনিট ৪৩.৭০ সেকেন্ড। ২ মিনিট ৪৪.৪১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় সেনাবাহিনীর নাঈমা আক্তার ও ২ মিনিট ৫০.৭৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর মরিয়ম খাতুন। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ২৫.৭৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর নাজমা খাতুন। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সেনাবাহিনীর শারমিন সুলতানা ও নৌবাহিনীর লিমা আক্তার লাকী। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। তিনি সময় নেন ১ মিনিট ১০.০৮ সেকেন্ড। ১ মিনিট ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় বিকেএসপির সোনিয়া খাতুন ও ১ মিনিট ১৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর পাপিয়া খাতুন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজউদ্দিন রফিজ এবং সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি স্বর্ণ পদকের নিষ্পত্তি হবে। সাঁতারে দলগত চ্যাম্পিয়ন, রানারআপ ও ৩য় স্থান অর্জনকারী দলকে ট্রফি দেয়া হবে। ওয়াটারপোলো চ্যাম্পিয়ন, রানারআপ ও ৩য় স্থান অর্জনকারী দল এবং জেলা ভিত্তিক সেরা দলকেও ট্রফি দেয়া হবে। এছাড়াও সাঁতারে সর্বোচ্চ পদকজয়ী জেলা ক্রীড়া সংস্থাকে ট্রফি দেয়া হবে। সাঁতারকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য ২০১৪ সাল থেকে জাতীয় সাঁতারে সুইমিং ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তৃণমূল পর্যায় থেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস টিম এবং সুইমিং ক্লাবসহ মোট ৫৯ দলের ৩৩৪ জন ছেলে, ৮৬ জন মেয়ে, ৮৬ জন টিম অফিসিয়াল এবং ১০০ জন কর্মকর্তাসহ মোট ৫১৬ জন অংশগ্রহণ করছে।
×