ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্রুতগতির সুপার কম্পিউটার

প্রকাশিত: ০৫:৩৪, ২৮ নভেম্বর ২০১৬

দ্রুতগতির সুপার কম্পিউটার

এবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা করছে জাপান। এটি ব্যবহার করে দেশটির বিজ্ঞানীরা চালকবিহীন গাড়ি, রোবট ও ওষুধ শিল্পে আরও উন্নতি করতে পারবে। এটি সেকেন্ডে ১৩০ কোয়াড্রিলিয়ন হিসাব সম্পন্ন করতে পারবে। এর গতি হবে ১৩০ পেটাফ্লপস। (১ পেটাফ্লপ = ১ হাজার টেরাফ্লপ বা ১০ লাখ গিগাফ্লপ)। বর্তমানে সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার রয়েছে চীনের সানওয়ে তাইহুলাইটের। এর গতি প্রতি সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ। গতির বিচারে শীর্ষ ১০ সুপার কম্পিউটারের দুটি চীনে, চার যুক্তরাষ্ট্রে, চারটির মধ্যে জাপান এবং জার্মানি, সুইজারল্যান্ড ও সৌদি আরবে একটি করে আছে। -ওয়েবসাইট
×