ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্ব আলেপ্পোর একটি বড় অংশ সরকারী বাহিনীর পুনঃদখল

প্রকাশিত: ০৫:৩২, ২৮ নভেম্বর ২০১৬

পূর্ব আলেপ্পোর একটি বড় অংশ সরকারী বাহিনীর পুনঃদখল

সিরিয়ার সরকারী বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলের বিরাট একটি অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, আলেপ্পোর উত্তর-পূর্বে মাসাকেন হানানোর পুনঃনিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনীকে বিরোধীদের দখলকৃত অন্যান্য এলাকার নিয়ন্ত্রণের পথ সুগম করে দিতে পারে। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শনিবার তারা আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। নগরীর হানানো আবাসিক এলাকা দখল করে নেয়ায় পূর্ব আলেপ্পোর বিদ্রোহীরা এখন দুই অংশে ভাগ হয়ে পড়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে এখনও প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছে, যাদের খাদ্য ও চিকিৎসা সহযোগিতারও তেমন কোন ব্যবস্থা নেই। বিমান হামলায় প্রধান হাসপাতালগুলো ইতোমধ্যে ধ্বংস হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তারা হানানো আবাসিক এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইঞ্জিনিয়াররা সেখানে সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন ও বোমা নিষ্ক্রিয় করছে। সিরিয়ার সরকার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে থাকে। আলেপ্পোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা আসাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৫ নবেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বাশার সরকার বড় ধরনের অভিযান শুরু করে। এর ফলে সেখানকার প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় ২১২ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ২৭টি শিশু রয়েছে।
×