ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় প্রথম অত্যাধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠা

প্রকাশিত: ০৫:৩২, ২৮ নভেম্বর ২০১৬

দক্ষিণ আফ্রিকায় প্রথম অত্যাধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলার সম্মানে নতুন একটি শিশু হাসপাতাল চালু করা হচ্ছে। এতে ওয়ার্ডগুলোর উজ্জ্বল চিত্রকর্ম ও রঙ্গিন আসবাবপত্রের সঙ্গে অত্যাধুনিক সরঞ্জাম ও অপারেশন থিয়েটারের প্রবর্তন করা হয়েছে। খবর এএফপির। বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পাশাপাশি ম্যান্ডেলার সবচেয়ে লালিত স্বপ্ন ছিল আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রথম বিশেষজ্ঞ শিশু হাসপাতাল গড়ে তোলা। ৫ ডিসেম্বর তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তার স্বপ্ন প্রকাশ করার দশ বছর পর ২ ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স হসপিটাল প্রথম রোগী ভর্তি করা শুরু করবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও তহবিল সংগ্রহের জন্য দাতাদের অসুবিধা সত্ত্বেও তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, যা ম্যান্ডেলার অনুপস্থিতিতে করা হচ্ছে। নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফান্ডের সিইও সিবঙগিলি ম্যাকহাবেলা বলেন, এটি একটি অলৌকিক ঘটনা বা অলৌকিক ঘটনার সূত্র। শিশু হাসপাতালটি একটি স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তবে এটি স্বপ্ন ও কল্পনার বাস্তবায়ন হয়েছে। ম্যান্ডেলার অনুপস্থিতিতে ক্রমবর্ধমান অনুদান ও দানের মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ম্যাকহাবেলা বলেন, আমাদের ১০ কোটি মার্কিন ডলারের (৯৫ কোটি ইউরো) প্রয়োজন ছিল। আমাদের কিছুই ছিল না। সিরিয়া ও অন্যান্য এলাকার মানবিক সঙ্কটের সঙ্গে ২শ’ শয্যার স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে তহবিলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন একটি বড় খাত হিসেবে দেখা হয়নি। বিল গেটস ফাউন্ডেশন, কেলগ ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড এ্যান্ড সাউথ আফ্রিকান ব্যবসায়ী এরিক স্যামসন যুক্ত হয়ে তহবিল গঠন করার পর নির্মাণকাজ অবশেষে ২০১৪ সালে শুরু হয়। দক্ষিণ আফ্রিকানদের কাছে তহবিলের জন্য জনপ্রিয় টেক্সট মেসেজে বার্তা দিয়ে আবেদন করায় কিছু শিশু তাদের সঞ্চয়ী ব্যাংকের টাকা দেয়। হাসপাতালটির প্রাণবন্ত লোগো তৈরি করেছে শিশুরা। এমনকি তারা ওয়ার্ডগুলোর দেয়ালচিত্র ও বারান্দাও চিত্রিত করেছে। তিন তলাবিশিষ্ট হাসপাতালটিতে ক্যান্সার, কিডনি ও ফুসফুসের মতো জটিল রোগের সেবা দেয়া হবে। পাশাপাশি হৃদরোগ, বুক, ব্রেন সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হবে। হাসপাতালটিতে ৪৫০ জন নার্স ও ১৫০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।
×