ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড মিটিং আজ ঢাকায়

প্রকাশিত: ০৫:৩১, ২৮ নভেম্বর ২০১৬

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড মিটিং আজ ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আজ ঢাকায় বসছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির নবম গবর্নিং বোর্ড মিটিং। প্রতিষ্ঠানটির গবর্নিং বোর্ড চেয়ারপার্সন নেপালের শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রাসার প্রসাদ কৈরালা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আজ সকাল এগারোটায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠক বসবে। বৈঠকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা এ শর্মা, আফগানিস্তানের ডেপুটি মিনিস্টার (উচ্চশিক্ষা মন্ত্রণালয়) অধ্যাপক ড. বারাই সিদ্দিকী, ভারতের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ভেদ প্রকাশ, মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা নাজির উপস্থিত থাকবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান গবর্নিং বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা, সার্কভুক্ত ৮ দেশের সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত। সার্কভুক্ত দেশসমূহ হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সাউথ এশিয়ান বিশ^বিদ্যালয় ২০১০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে আসছে। নবেম্বরে এমপিওভুক্তির সভা বসছে আজ ॥ এক সপ্তাহ বিলম্বে অবশেষে নবেম্বর মাসের এমপিওভুক্তির সভা বসছে আজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে অধিদফতরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সভায় অনলাইনে এমপিওর নানা অসুবিধা ও কয়েক উপ-পরিচালকদের দুর্নীতির বিষয়ে আলোচনা হবে। বয়স সংশোধন ও এমপিওশিটে কারা স্বাক্ষর করবেন তা নিয়েও সিদ্ধান্ত হবে।
×