ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৫:৩০, ২৮ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬’ এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার চট্টগ্রামে বানৌজা ঈসাখান ঘাঁটির স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এ্যান্ড ট্যাক্টিস (এসএমডব্লিউটি) অডিটরিয়ামে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমান্ডার বিএন ফ্লিট কমোডর শেখ আরিফ মাহমুদ প্রধান অতিথি ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে সমুদ্রপথে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমূহকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ১৯৯৮ সাল থেকে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হচ্ছে। -আইএসপিআর মাওনায় গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস শুরু কাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বারতোপা গ্রামে সেন্ট্রাল এ্যামিউনিশন ডেপো (সিএডি) গ্রাউন্ডে আগামীকাল ২৯ নবেম্বর থেকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ওই এলাকায় প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ধ্বংস কার্যক্রম চলবে। কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশে ৪ কিমির মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই উল্লেখিত সময়ে ওই এলাকায় জনসাধারণ ও তাদের গৃহপালিত প্রাণীর চলাচল না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। -আইএসপিআর
×