ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হানিফের দশম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৩০, ২৮ নভেম্বর ২০১৬

হানিফের দশম মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ স্নেহভাজন, জনতার মঞ্চের রূপকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের আজ দশম মৃত্যুবার্ষিকী। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় মানবঢাল হয়ে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি এই জনপ্রিয় রাজনীতিক। মস্তিষ্কসহ সর্বাঙ্গে বিঁধে থাকা ঘাতক গ্রেনেডের স্পিøন্টারের দুঃসহ যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০০৬ সালের ২৮ নবেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুর কাছে পরাজিত হন মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মোহাম্মদ হানিফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ ছাড়াও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। হানিফ ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ছাত্রাবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী, ধারাবাহিক পথচলায় জাতির পিতা বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। একান্ত সচিব থাকাকালীন ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের প্রস্তুতি, ছয় দফা মুক্তির সনদ প্রণয়ন এবং প্রচারে বিশেষ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাপরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে প্রথম কাতারে থেকে অংশ নিয়েছেন হানিফ। বঙ্গবন্ধু হানিফকে অত্যন্ত স্নেহ করতেন। তাই স্বাধীনতার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তাঁর ঢাকা-১২ আসন ছেড়ে দিয়ে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করিয়ে আনেন। পরবর্তীতে সংসদে হুইপের দায়িত্বও পালন করেন হানিফ। ১৯৭৬ সালে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মাঝখানে কিছু সময় বিরতি দিয়ে আমৃত্যু ৩০ বছর এ দায়িত্ব পালন করেন। ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হানিফ। ১৯৯৪ সালে বিপুল ভোটের ব্যবধানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন তিনি। তাঁর নেতৃত্বেই ’৯৬ সালের মার্চের শেষ সপ্তাহে ‘জনতার মঞ্চ’ গঠন করে তৎকালীন বিএনপি সরকারের পতনকে ত্বরান্বিত করা হয়। পরে ’৯৬ সালের ১২ জুন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোট পেয়ে দীর্ঘ ২১ বছর পর দেশ পরিচালনার সুযোগ পায়। মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মেয়র মোহাম্মদ হানিফ ফাউন্ডেশনসহ অসংখ্য সংগঠন বিস্তারিত কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছেÑ মোহাম্মদ হানিফের কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্মরণ সভা ইত্যাদি। হানিফের একমাত্র ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন। আজ বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নগরভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
×