ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাকাশে আগুন পরীক্ষায় নাসা

প্রকাশিত: ০৫:২৯, ২৮ নভেম্বর ২০১৬

মহাকাশে আগুন পরীক্ষায় নাসা

মহাকাশযানে আগুন ধরলে কী করতে হবে সে বিষয়ে মহাকাশচারীদের আগেই প্রশিক্ষণ দেয়া হয়। তবে শূন্য মাধ্যাকর্ষণে আগুন লাগলে কী হতে পারে এবার তা অধ্যয়নের জন্য আলোকচ্ছটা দিয়ে পর্যবেক্ষণ শুরু করেছে নাসা। ভবিষ্যতে মহাকাশে ভ্রমণ নিরাপদ করতে এমন আরও পরীক্ষা করা হবে বলেও ধারণা করা হচ্ছে। একটি যান এরই মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চালু করা হয়েছে, যাতে প্রয়োজনীয় সব উপকরণ সিল করে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো করা এই পরীক্ষার জন্য তুলার ফাইবার গ্লাস বাক্সে ভরে পাঠানো হয়। পরীক্ষার ফলাফল মহাকাশচারীদের ভবিষ্যত ভ্রমণ আরও নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে।-মিরর অনলাইন
×