ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি ডাঃ ইকবালের সাজা স্থগিতের আদেশ আপীলে স্থগিত

২৩ সাঁওতালসহ ৩৩ জনের আট সপ্তাহের আগাম জামিন

প্রকাশিত: ০৫:২৬, ২৮ নভেম্বর ২০১৬

২৩ সাঁওতালসহ ৩৩ জনের আট সপ্তাহের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২৩ জন সাঁওতালসহ ৩৩ জনের ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডাঃ এইচবিএম ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালের সাজা স্থগিতের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন- জনসমাবেশে সংবিধান ও আইন অমান্য করে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুজাহিদুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিত সংক্রান্ত লিভ টু আপীলের শুনানি শেষ হয়েছে। আদেশ প্রদান করা হবে আজ সোমবার। ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবার দুই পা হারানোর ঘটনায় হাইকোর্টের পরবর্তী আদেশ দেয়া হবে কাল মঙ্গলবার। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২৩ সাঁওতালসহ ৩৩ জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেএম হাসানের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। গত ৬ নবেম্বর রংপুর সুগার মিলে আখ মাড়াইকে কেন্দ্র করে পুলিশ ও বাগদা ফার্মের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ কুমার চক্রবর্তী ৪২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ ব্যক্তির নামে মামলাটি করেন। রবিবার ওই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান ড. ফিলিপ বাগচি, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ জন। তাদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আদেশ স্থগিত ॥ দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডাঃ এইচবিএম ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, ছেলে মঈনুদ্দিন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালের সাজা স্থগিতের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগ। এর ফলে ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, দুই ছেলে ও এক মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপীল বিভাগের বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। অপরদিকে ডাঃ ইকবালের পরিবারের পক্ষে ছিলেন এ্যাডভোকেট এএফ হাসান আরিফ ও কামরুল ইসলাম সিদ্দিকী। আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, দুদকের মামলায় ২০০৮ সালে এইচবিএম ইকবাল, তার স্ত্রী মমতাজ বেগমসহ দুই ছেলে ও এক মেয়েকে সাজা দেয় বিশেষ আদালত। এইচবিএম ইকবাল নিম্ন আদালতে ২০১০ সালে আত্মসমর্পণ করেন এবং পরের বছর হাইকোর্ট তাকে খালাস দেয়। তবে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ে কখনই আদালতে আত্মসমর্পণ করেননি। হাইকোর্টে তাদের সাজার কার্যকারিতা স্থগিত করার মেয়াদ শেষ হয় ২০১০ সালের নবেম্বর মাসে। দীর্ঘ প্রায় ছয় বছর তারা চুপচাপ থেকে নতুন করে নিম্ন আদালতের দেয়া আদেশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর বিচারপতি নাইমা হায়দার ও মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়। সোহেলের জামিন ॥ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদন শুনানি করে রবিবার বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ। পরে আইনজীবী জহিরুল ইসলাম সুমন সাংবাদিকদের জানান, সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলা থাকায় তিনি এখনও মুক্তি পাচ্ছেন না। এসপিকে তলব ॥ ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন- জনসমাবেশে সংবিধান ও আইন অমান্য করে উস্কানিমুলক বক্তব্য দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুজাহিদুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ বক্তব্যের বিষয়ে আইজিপি ও এসপিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রবিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। বিষয়টি আদালতের নজরে আনেন এ্যাডভোকেট আশরাফুজ্জামান। জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। মান্নার মামলার আদেশ আজ ॥ রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিত সংক্রান্ত লিভ টু আপীলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। পরে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চে এ শুনানি অনু্ষ্িঠত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে মান্নার পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক ও এ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। পা হারানোর ঘটনার আদেশ মঙ্গলবার ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবার দুই পা হারানোর ঘটনায় হাইকোর্টের পরবর্তী আদেশ মঙ্গলবার। রবিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ পরবর্তী আদেশের জন্য এ দিন ঠিক করেছে। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি জানান, হাইকোর্টের আদেশের পর সব আসামিকে কারাবন্দী করা হয়েছে। প্রতিবেদন দিতে দু’দিনের সময় প্রয়োজন। এ সময় আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ নবেম্বর নির্ধারণ করে দেয়।
×