ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাঁজ করা যাবে টিভি

প্রকাশিত: ০৫:২৪, ২৮ নভেম্বর ২০১৬

ভাঁজ করা যাবে টিভি

চাইলেই টেলিভিশন বা স্মার্টফোন কাগজের মতো ভাঁজ করে ফেলা যাবে। এটা এখন পর্যন্ত সায়েন্স ফিকশন ছবির ঘটনা বলেই মনে হতে পারে। কিন্তু খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে। এক দল ডাচ বিজ্ঞানী এমন এক ধরনের গ্রাফিন আবিষ্কার করেছেন যাকে টানলে বা স্পর্শ করলে রং বদলাতে পারে। এগুলো ভবিষ্যতের প্রযুক্তি যন্ত্রের পর্দায় ঠাঁই করে নেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই পর্দা হবে আরও বেশি স্থিতিস্থাপক, টেকসই এবং শক্তি সাশ্রয়ী। আধুনিক এলইডি প্রযুক্তির চেয়েও গ্রহণযোগ্য হয়ে উঠবে এটা। নেদারল্যান্ডসের ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক দল এই গ্রাফিন আবিষ্কার করেছেন। খবরে বলা হয়েছে, গ্রাফিন হলো কার্বনের এক আল্ট্রা-থিন স্তর। এটি একটি অণুর সমান পাতলা, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন খাত থেকে শুরু করে যে কোন বাণিজ্যিক খাতে এর ব্যবহার বাড়বে। এই পদার্থ স্টিলের চেয়ে দুই শ’ গুণ শক্তিশালী। গ্রাফিন এমনিতেই অনেক স্বচ্ছ। গবেষক দলের সদস্য কার্টমিল বুয়েনা জানান, আমি নিজের চোখে রংধনুর রং দেখেছি গ্রাফিনে। এর পরের কাজ হবে গ্রাফিনে চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক রংটি তুলে আনা। Ñটেকট্রি অবলম্বনে।
×