ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহনশীলতার পথে এসে ইসি গঠন করুন ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:২৩, ২৮ নভেম্বর ২০১৬

সহনশীলতার পথে এসে ইসি গঠন করুন ॥ মির্জা  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাম্ভিকতা ও অহঙ্কার ছেড়ে সহনশীলতার পথে এসে নির্বাচন কমিশন (ইসি) গঠন করুন। ইসি গঠনে খালেদা জিয়ার প্রস্তাবনা বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নিন। এই দেশ কারও একার পৈত্রিক সম্পত্তি নয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি পুনর্গঠন নিয়ে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, দেশের জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে সংলাপে বসুন। আর কালক্ষেপণ করবেন না। অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন। আসুন অবিলম্বে আলোচনার পথ বের করি। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আলোচনা করি। আমরা তো আমাদের প্রস্তাব মানতে বলিনি। বলেছি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করতে। আওয়ামী লীগকে ‘পুরনো স্বৈরাচার’ আখ্যায়িত করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ কী তা তাদের ’৭২ থেকে ’৭৫ সালের শাসনামলের দিকে তাকালেই বোঝা যায়। তিনি বলেন, ১৯৯০ থেকে ২০১৬ সাল অনেক ব্যবধান। এ সময়ের মধ্যে বহু পরিবর্তন এসেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন শহীদ মিলন। তারও আগে প্রাণ দিয়েছেন শহীদ আসাদ, সালাম, রফিক, জব্বার, বরকত। কিন্তু তাদের সেই চেতনাকে আমরা ধরে রাখতে পারিনি। আজকে তাই স্বৈরাচার আবারও মাথাচাড়া দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, আজকে সারাবিশ্বে ভূপ্রাকৃতিক এবং ভূরাজনৈতিক অনেক পরিবর্তন এসেছে। চোখের সামনে লিবিয়ার গণতন্ত্রকামী মানুষকে হত্যা করা হচ্ছে। ইরাকের সভ্যতাকে ধ্বংস করা হয়েছে। সিরিয়াতে লাখ লাখ মানুষ মারা গেছে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে ভেলায় করে সমুদ্র পাড়ি দিচ্ছে। মানবতা পড়ে থাকছে সমুদ্রের তটভূমিতে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন আমাদের পরীক্ষার সময়। শুধু নিজেদের নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই সরকারকে সরাতে হবে। তা না হলে জাতি ধ্বংস হয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি যেখানে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতি ও পরিবেশ চায়, সেখানে আওয়ামী লীগ সারাক্ষণ চেষ্টা করে বিএনপিকে কিভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকা-ের সঙ্গে জড়ানো যায়। ফলে দেশে আজ শান্তি ও স্বস্তি নেই। দেশের সকল অর্জনকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনের শক্তি নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বন্দুক-পিস্তল হাতে নিয়ে অনেক কিছুই করা যায়। তাছাড়া আওয়ামী লীগ তো দিনকে রাত বানাতে পারে। কিউবার সদ্যপ্রয়াত নেতা ফিদেল ক্যাস্ট্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফিদেল ক্যাস্ট্রো জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি সারাজীবন অন্যায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাকে আদালতে শাস্তি দেয়া হয়েছিল। কিন্তু জনগণের মন থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। ইতিহাস তাকে ধারণ করেছে। তেমনি জিয়ার নাম মুছে ফেলা যাবে না। আয়োজক সংগঠনের সভাপতি ডাঃ সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, এ্যাডভোকেট রফিক সিকদার প্রমুখ। জাতিসংঘের উদ্যোগে মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হবে নজরুল ॥ জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশনেত্রী ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এখনও হয়নি দাবি করে নজরুল ইসলাম খান বলেন, এ কারণেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক হচ্ছে। আজ পর্যন্ত কেউ এর হিসাব করেনি। তবে লন্ডনের সাংবাদিকদের এক প্রশ্নে বঙ্গবন্ধু আনুমানিকভাবে ৩০ লাখ বলেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিদ্বন্দ্বী নয়, রাজনৈতিক শক্র মনে করে। আর এ জন্যই বিএনপিকে কোন কর্মসূচী পালন করতে দিতে চায় না। সরকারকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের হত্যার বিষয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। আর এদিকে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিচ্ছেন না। আমরা রোহিঙ্গাদের রাজনৈতিক আশ্রয় দিতে বলছি না। মানবিক কারণে তাদের সাময়িক আশ্রয় দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে মিয়ানমারে ফেরত পাঠান। আয়োজক সংগঠনের সভাপতি একেএম বশিরউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন -গয়েশ্বর ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জীবন বাঁচাতে দেশের সীমান্ত খুলে দিন। রবিবার দুুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তীব্র সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, জাতিসংঘ কেন চুপ? তাদের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। সব দেশের আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে সেই সম্পর্ক ঠিক রেখে রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসা উচিত সব দেশকেই। তিনি বলেন, সৃষ্টিকর্তা আগে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তারপর ধর্ম। ফলে কে কোন ধর্মের তা না দেখে আগে মানুষের জীবন বাঁচাতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×