ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কামাল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিযুক্ত

প্রকাশিত: ০৫:২৩, ২৮ নভেম্বর ২০১৬

কামাল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিযুক্ত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১ ডিসেম্বর শেষ হচ্ছে। কামাল আবদুল নাসের চৌধুরী বিসিএস ৮২তম নিয়মিত ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। কামাল নাসের চৌধুরী প্রথমে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় ২০১৪ সালের ১৯ মার্চ তিনি সিনিয়র সচিব হন। তিনি একজন কবি, কামাল চৌধুরী নামে কবিতা লিখে থাকেন। নবম-দশম শ্রেণীর পাঠ্যবইয়ে আবদুল হাকিম রচিত ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘মাগো, ওরা বলে’ কবিতা বাদ দিয়ে কামাল নাসের চৌধুরী নিজের লেখা ‘সাহসী জননী বাংলা’ কবিতা অন্তর্ভুক্ত করা হয়। কামাল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃ-বিদ্যায় পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কামাল আবদুল নাসের চৌধুরী আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
×