ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাহমানিসহ ১০ জনের বিচার শুরু

প্রকাশিত: ০৫:২২, ২৮ নভেম্বর ২০১৬

রাহমানিসহ ১০ জনের  বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে জসিম উদ্দিন রাহমানিসহ ১০ জনের বিচার শুরু হলো। এ মামলার বাকি আসামিরা হলোÑ সাইফুল ইসলাম ওরফে বাবু, আবু হানিফ, আলী আহাদ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুম্মন, পিয়াস ওরফে আব্দুল্লাহ ও আমিনুল ইসলাম। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আগামী বছরের ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আসামিদের মধ্যে রাহমানি, সাইফুল ইসলাম ও আবু হানিফ কারাগারে আটক রয়েছে। আসামি আহাদ জামিনে থেকে আদালতে হাজির ছিল। বাকি ৬ আসামি জামিনে গিয়ে পলাতক। জঙ্গী তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।
×