ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত সচিব ১৪৫, যুগ্মসচিব ১৯৩ ও উপসচিব হলেন ২২৬ কর্মকর্তা

প্রশাসনে তিন স্তরে ৫৬৪ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত: ০৫:২১, ২৮ নভেম্বর ২০১৬

প্রশাসনে তিন স্তরে ৫৬৪ কর্মকর্তার পদোন্নতি

বিশেষ প্রতিনিধি ॥ প্রশাসনে তিন স্তরে ৫৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এবার পদোন্নতি তালিকায় রয়েছেন অতিরিক্ত সচিব ১৪৫, যুগ্মসচিব ১৯৩ এবং উপসচিব ২২৬ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করে। ব্যাপক সংখ্যক কর্মকর্তার পদোন্নতি হচ্ছে- শনিবার রাত থেকে তা চাউর হয়ে যায়। পদোন্নতির প্রস্তুতি নিতে শনিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তারা অফিস করেন। সন্ধ্যার পর থেকে সাংবাদিক ও কর্মকর্তাদের ফোনে এক প্রকার বাধ্য হয়ে কর্মকর্তারা কেউ কেউ ফোন বন্ধ করে দেন। সকল প্রস্তুতি শনিবার রাতে নিয়ে রাখলেও জিও জারি করা হয় রবিবার সকালে। আর সকাল হতেই অসংখ্য কর্মকর্তা জনপ্রশাসনে এসে ভিড় জমান। ব্যাপক সংখ্যক কর্মকর্তা পদোন্নতি পাওয়ায় জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। তবে এর মধ্যে অনেককে দেখা গেছে পদোন্নতি না পেয়ে গোমরা মুখে থাকতে। এবারও যথারীতি পদোন্নতি বঞ্চিত হয়েছেন কোন কোন কর্মকর্তা। টানা তিনবার অতিরিক্ত সচিব হওয়া থেকে বঞ্চিত হয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মকর্তারা। অথচ জামায়াত-বিএনপি পন্থী কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া অনেক কর্মকর্তা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এপিডি (নিয়োগ, পদায়ন ও প্রেষণ) উইংয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর কক্ষে গিয়ে তাদের ধন্যবাদ জানান। পদোন্নতি পাওয়া অনেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে যোগদানপত্র জমা দিতে দেখা গেছে। পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেনÑ ৮২ (বিশেষ) ব্যাচের দুই কর্মকর্তা, ৮৪ ব্যাচের ১৮, ৮৫ ব্যাচের ৩১, ৮৬ ব্যাচের ৮৫ কর্মকর্তা এবং অন্যান্য ক্যাডারের নয় কর্মকর্তা। যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেনÑ ৮৪ ব্যাচের চার কর্মকর্তা, ৮৫ ব্যাচের নয়, ৮৬ ব্যাচের আট, নবম ব্যাচের ছয়, দশম ব্যাচের আট, ১১তম ব্যাচের ১২০ কর্মকর্তা এবং অন্যান্য ক্যাডারের ৩৮ কর্মকর্তা। উপসচিব হিসেবে পদোন্নতির তালিকায় ২১ ব্যাচের ১৩০ কর্মকর্তা, লেফট-আউট ৫১ এবং অন্যান্য ক্যাডারের ৪৫ কর্মকর্তা রয়েছেন। মূলত ৮৬ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া ১৯৮৫, ১৯৮৪সহ এর আগের ব্যাচের পদোন্নতি বঞ্চিত (লেফট আউট) কিছু কর্মকর্তাও এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকায় রয়েছেন। অপরদিকে মূলত বিসিএস ১১ ব্যাচের কর্মকর্তারা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া ৯ ও ১০সহ এর আগের ব্যাচের বঞ্চিত কর্মকর্তারাও এ স্তরে পদোন্নতি পেয়েছেন। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূলত বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া আগের পদোন্নতি পাননি এমন কিছু কর্মকর্তাও উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব হিসেবে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। তার ওপর আবার পদোন্নতি দেয়া হলো। পদোন্নতি পাওয়ার পরও অনেককে নিচের পদে কাজ করতে হবে। পদোন্নতির পর প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫৫০, যুগ্মসচিবের সংখ্যা হল ৬১৩ ও উপসচিবের সংখ্যা হলো এক হাজার ৪৭৯ জন। অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা এক শ’র কিছু বেশি। এছাড়া যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা সাড়ে চার শ’ ও উপসচিবের নিয়মিত পদ সাড়ে আট শ’র মতো। গত কয়েক মাস ধরে জনপ্রশাসনে তিন স্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এ পদোন্নতির তালিকা চূড়ান্ত করে। সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেয়ার ভিত্তি হবে কর্মকর্তার মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতা। সর্বশেষ গত মে মাসে প্রশাসনে তিন স্তরে বড় ধরনের পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে গত ১২ মে ৮৫ যুগ্মসচিব অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এছাড়া ১৫ মে উপসচিব থেকে ৭০ কর্মকর্তাকে যুগ্মসচিব ও ৬২ সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়।
×