ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের উড়িয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:২১, ২৮ নভেম্বর ২০১৬

লঙ্কানদের উড়িয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি স্বর্ণালী সাফল্য পেল বাংলাদেশ। এবার অবশ্য ক্রিকেটে নয়; আরেক সম্ভাবনার খেলা হকিতে। রবিবার এএইচএফ কাপ হকিতে (এশিয়ান হকি ফেডারেশন) অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে ভেসেছে লাল-সবুজের দেশ। হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে গোলগুলো করেন জুবায়ের হাসান, আশরাফুল ইসলাম ও এএইচএম কামরুজ্জামান। এই জয়ে ২০১৭ সালের এশিয়া কাপ হকির মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছে জিমি, চয়ন, আশরাফুলদের। এই আসরে এর আগে ২০০৮ ও ২০১২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই হংকং উড়াল দেয় বাংলাদেশ জাতীয় হকি দল। এ লক্ষ্যে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দেয় বাংলাদেশের খেলোয়াড়রা। ফাইনালেও পাত্তা পায়নি দ্বীপদেশ লঙ্কার খেলোয়াড়রা। শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য প্রথম গোলের জন্য ভালই সংগ্রাম করতে হয় বাংলাদেশকে। তবে জুবায়ের, আশরাফুলদের মুহুর্মুহু আক্রমণে নিজেদের গোলপোস্ট বেশিক্ষণ আগলে রাখতে পারেনি লঙ্কানরা। ম্যাচের ২২ মিনিটে জুবায়ের হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাসেল মাহমুদ জিমির দল। বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুরো টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করা আশরাফুল। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন ম্যাকাওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করা এই তরুণ। ৬৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন কামরুজ্জামান। অসাধারণ এই জয়ের পর বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। খেলাপ্রেমীদের দাবি, হকির ঠিকমতো পরিচর্যা করা হলে ক্রিকেটের মতো এই খেলাতেও অনেক গৌরব বয়ে আসবে। দুর্দান্ত এই সাফল্যের পর হকি কোন্ পথে যায় সেটিই এখন দেখার।
×