ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘রাঙ্গা প্রভাত’ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ॥ জরুরী অবতরণ তুর্কমেনিস্তানে ;###;প্রধানমন্ত্রী নিরাপদে বুদাপেস্টে পৌঁছেছেন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ৪ ঘণ্টা পর বুদাপেস্ট রওনা

প্রকাশিত: ০৫:২০, ২৮ নভেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ৪ ঘণ্টা পর বুদাপেস্ট রওনা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরী অবতরণ করেছে। রবিবার সকালে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইট (রাঙ্গা প্রভাত) বুদাপেস্ট যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির দরুন ডাইভার্ট হয়ে ল্যাংডিং করে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উড়োজাহাজটির মেরামতের কাজ চলে। চারজন ইঞ্জিনিয়ার দ্রুত উড়োজাহাজটির ত্রুটি সারার পর সেটি পুনরায় বুদাপেস্টের উদ্দেশে রওনা করে। তবে উড়োজাহাজটি ঠিক না হলেও সমস্যা ছিল না। লন্ডনগামী অপর একটি ফ্লাইটকে ডাইভার্ট করে তুর্কমেনিস্তানে পাঠানো হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মুসাদ্দিক আহমেদ জানান, বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটি যান্ত্রিক ত্রুটির দরুন তুর্কমেনিস্তানে জরুরী অবতরণ করে। পরে সেটা ঠিক করার পর ঢাকার সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আবার বুদাপেস্টের উদ্দেশে রওনা হয়। ঢাকার সময় রাত এগারোটায় ওই ফ্লাইট বুদাপেস্টে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। এ ঘটনায উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী জনকণ্ঠকে বলেন, ওই ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের শেষ সীমানায় পৌঁছার পর ক্যাপ্টেন দেখতে পান যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তিনি তাৎক্ষণিক সেটা নিকটবর্তী আশখাবাদ এয়ারপোর্টে অবতরণ করেন। সেটা মেরামত করার পর ঢাকার সময় সন্ধ্যা পৌনে ৭টায় আবার হাঙ্গেরির পথে রওনা হয়। এ যাত্রা বিলম্বের দরুন নির্দিষ্ট সময়ে প্রায় চার ঘণ্টা পর সেটা বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটায় হাঙ্গেরি পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রাতে বিমানের এক পদস্থ কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, ফুয়েলের চাপ কমার জন্য এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়নি। ইঞ্জিনে মবিল কমে যাওয়ায় বিপদ সঙ্কেত দিচ্ছিল ককপিটে। তেলের চাপ কমার চেয়ে মবিল না থাকাটা আর ভয়াবহ। যে কোন সময় ইঞ্জিনে আগুন ধরে যেতে পারত। তিনি আরও বলেন, ককপিটে পাইলট এ ধরনের বিপদ সঙ্কেত পাওয়ার পরও উড়োজাহাজটি তুর্কমেনিস্তানে অবতরণ করবে নাকি করবে না সে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের ঘটনায় দ্রুত ইঞ্জিন শাটডাউন না করলে যে কোন মুহূর্তে বিমানে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। নাম প্রকাশ না করার শর্তে বিমানের সাবেক এক পাইলট বলেন, রাস্তায় চলাচলকারী প্রাইভেটকারের ইঞ্জিনেও যদি লুব্রিকেন্ট না থাকে তাহলে লোহার সঙ্গে লোহার ঘষা লেগে আগুন ধরে যায়, সেখানে বিমানের মতো একটি দ্রুতগামী ইঞ্জিনে লুব্রিকেন্ট জিরো হয়ে যাওয়া কতখানি ঝুঁকিপূর্ণ সেটা ভাবতেও অবাক লাগে। এ ধরনের ঘটনায় আশপাশে যদি কোন বিমানবন্দরও না থাকে তাহলে সাগরে কিংবা অন্য কোন খোলা জায়গায় বিমান অবতরণ করাতে হয়। সূত্র জানায়, ফ্লাইটটিতে জ্বালানি তেলের কোন সমস্যা ছিল না। পর্যাপ্ত তেল ছিল। কিন্তু ইঞ্জিনের মবিল (লুব্রিকেন্ট) সিস্টেমের প্রেসার কমে যাওয়ায় এয়ারক্রাফটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের লুব্রিকেন্ট সিস্টেমের কোথাও ছিদ্র হয়ে গিয়েছিল। যার কারণে মাঝ আকাশে চলন্ত অবস্থায় ইঞ্জিনের অয়েল সিস্টেম জিরো হয়ে পড়ে। তবে অপর একটি সূত্রে জানা গেছে তুর্কমিনেস্তান বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পাইলটরা দেখতে পান উড়োজাহাজটির বাঁ উইংয়ে (পাখা) তেল (জ্বালানি) কমে গেছে। একই সঙ্গে লুব্রিকেন্টও পর্যাপ্ত ছিল না। এ কারণে ঝুঁকি না নিয়ে পাইলটরা ফ্লাইটটিকে দ্রুত জরুরী অবতরণ করার সিদ্ধান্ত নিতেও আধা ঘণ্টা লেগেছে। বিমান সূত্র জানায়, রবিবার সকালে নয়টা ১৪ মিনিটে ভিভিআইপি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এতে ছিলেন প্রধানমন্ত্রীসহ ৯৯ যাত্রী। তাদের মধ্যে রয়েছেন একজন ক্যাপ্টেন, ৪ ফাস্ট অফিসার, ২০ কেবিনক্রু, ৪ ফ্লাইট ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদস্থ কর্মকর্তা। ক্যাপ্টেন ইসমাইল ফ্লাইটটি নিয়ে শাহজালাল থেকে রানওয়ে ছেড়ে যাওয়ার পর টানা চার ঘণ্টা স্বাভাবিক গতিতে চলার পর আফগানিস্তানের আকাশসীমায় পৌঁছান। তারপর তিনি দেখতে পান ককপিটে লালবাতির সঙ্কেতÑ যার রিডিং ছিল ইঞ্জিনে তেলের প্রবাহ কমে গেছে। এ অবস্থায় উড্ডয়ন ঝুঁকিপূর্ণ। তিনি তাৎক্ষণিক ঘোষণা দেন- জরুরী অবতরণের। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে নিরাপদে জরুরী অবতরণ করতে সক্ষম হন। এরপর বিমানটি নিয়ে বিমানবন্দরের হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি সারার কাজে ব্যস্ত হন। বিমান সূত্র জানায়, জরুরী অবতরণের ঘোষণা দেয়ার পর ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবতরণের পর প্রধানমন্ত্রীসহ সবাইকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের ভেতরে। সেখানেই তাদের বসিয়ে রেখে চার জন প্রকৌশলী বে-এরিয়ায় পাার্কিং করা অবস্থায় ত্রুটি মেরামত করা হয়। এটা সারতে চার ঘণ্টারও বেশি সময় লাগে। এদিকে ঢাকায় এ সংবাদ পৌঁছার পর বিমানের শীর্ষ কর্তারা তৎপর হয়ে ওঠেন। তারা নিশ্চিত হন আশখাবাদে অবতরণ করা ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি সাধারণ নয়। এবং সেটা মেরামত করতে বেশ সময় লাগতে পারে। এ সময় প্রধানমন্ত্রীকে সেখানে বসিয়ে রাখাটা বিমান ব্যবস্থাপনার জন্য আরও অসুবিধার। এ বিবেচনায় তারা সিদ্ধান্ত নেন- একই দিন সকালে ঢাকা থেকে লন্ডনগামী বিমানের অপর একটি ফ্লাইট (বিজি ০০১) তুর্কমেনিস্তানে ডাইভার্ট করার। বাংলাদেশ সময় বিকেল চারটায় লন্ডনগামী ফ্লাইটটি সেখানে অবতরণ করে। কিন্তু ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ফ্লাইট বুদাপেস্টের উদ্দেশে রওনা হওয়ার পর পরই লন্ডন ফ্লাইটও সেখান থেকে রওনা হয়। এবং নির্দিষ্ট সময়ের দুঘণ্টা পর সেটা লন্ডন পৌঁছে। প্রধানমন্ত্রী হাঙ্গেরি গেছেন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলন-২০১৬ এ যোগ দিতে চারদিনের সরকারী সফরে হাঙ্গেরি গেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটি হাঙ্গেরির বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ ঢাকা ত্যাগ করেন। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে হাঙ্গেরি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলনের (বিডব্লিউএস-২০১৬) বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস এ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের হাই লেভেল প্যানেল অন ওয়াটারের (এইচএলপিডব্লিও) একজন সদস্য। আজ সোমবার পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি যোগদান করবেন এবং তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট ও অন্যান্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি
×