ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ নভেম্বর ২০১৬

 টুকরো খবর

মির্জাপুরে র‌্যাব পরিচয়ে টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৭ নবেম্বর ॥ মির্জাপুরে র‌্যাব পরিচয়ে মেঘনা গ্রুপের ১ লাখ ৫৩ হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চালে অবস্থিত মেঘনা গ্রুপের ইউনিগ্লোরী পেপার এ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সিনিয়র অফিসার রাকিবুল হোসেন ডাচ্ বাংলা ব্যাংক মির্জাপুর শাখা হতে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ফ্যাক্টিরর কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-২৭৭২) যোগে ফ্যাক্টরির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের বাওয়ার কুমারজানি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস কভার্ডভ্যানের সামনে বেরিকেট দিয়ে গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে কয়েকজন ছিনতাইকারী র‌্যাব পরিচয় দিয়ে জাল টাকার ব্যবসা করার কথা বলে রাকিবুল হোসেনকে গাড়ি থেকে নামিয়ে চর থাপ্পর মারে। পরে তাকে চোখ বেঁধে ছিনতাইকারীদের মাক্রোবাসে তুলে ঢাকার দিকে চম্পট দেয়। এ সময় তার কাছে থাকা মেঘনা গ্রুপের ১ লাখ ৫৩ হাজার ১শ’ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা চম্পট দেয়। সুন্দরবনে তিন জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে মাছ ধরার সময় তিন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা। শনিবার রাত দেড়টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন কচুখালী খাল থেকে উক্ত জেলেদের অপহরণ করা হয়। তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। অপহৃত জেলেরা হলেনÑ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে মীরগাঙ গ্রামে দাউদ গাজীর ছেলে রাশেদুল, একই গ্রামের বেলাত সরদারের ছেলে রহমত আলী ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী। সুন্দরবন থেকে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামে আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে কচুখালী খালে মাছ ধরার সময় আলীম বাহিনী সদস্যরা ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করে। বনদস্যুরা এ সময় জেলেদের মাছ ও নৌকা লুট করে নিয়ে যায়। দুই শ’ ৭০ লিটার এ্যাসিড উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ নবেম্বর ॥ কেরানীগঞ্জে নকল বিক্সল পাওয়ার (টাইলস, মোজাইক ও বাথরুম ক্লিনার) তৈরির সরজ্ঞামসহ মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্সল পাওয়ার এর প্রকৃত প্রতিষ্ঠান এমডিএইচ কেমিক্যাল এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক মিজানুর রহমান রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, বাঘৈর এলাকার নাহিদ ভবনে নাহিদ উদ্দিন নামে এক ব্যক্তি দেশ কেমিক্যাল কোম্পানির আড়ালে স্বনামখ্যাত বিক্সল পাওয়ারের লেভেল ব্যবহার করে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এতে এমডিএইচ কেমিক্যাল এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি এমডিএইচ কেমিক্যালের উর্ধতন কর্মকর্তারা জানতে পেরে পুলিশের সহায়তায় শনিবার সন্ধ্যায় নাহিদ ভবনে অভিযান চালায়। সেখানে ১ হাজার লিটারের ১২০ বোতল ও ৫শ’ লিটারের ৫৫২ বোতল নকল বিক্সল পাওয়া যায়। এছাড়াও ২৭০ লিটার হাইড্রোলিক এ্যাসিড উদ্ধার করা হয়। শাবিতে তদন্ত কমিটি গঠন শাবি সংবাদদাতা ॥ শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের অনার্স সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে জালালাবাদ থানা পুলিশ। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন। তিনি বলেন, আটক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইশরাত ইমতিয়াজ হৃদয়সহ মোট দশজনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের অধীনে মামলা করা হয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে জালিয়াতির ঘটনা তদন্তে অধ্যাপক আখতারুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৭ নবেম্বর ॥ দাউদকান্দিতে সাত হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে এসআই আতাবেক ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলোÑ নওঁগা জেলার সদর থানার বোয়ালীয়া গ্রামের ফেরদৌস রানা, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মধ্য গৌরীপুর গ্রামের নাজমুল ইসলাম ও বরিশাল জেলার গৌরনদী থানার দ্বিয়াশু গ্রামের রুবেল মিয়া। অগ্নিকা- স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে অগ্নিকা-ে শহরের ৪ দোকানের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, রবিবার ভোরে শহরের বাণিজ্যিক এলাকা চকবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ওমর ফারুকের প্লাস্টিক ও ক্যোমিক্যালের দোকানে আগুন ধরে। ওই অগ্নিকা-ে পাশের ৩ দোকান লক্ষ্মীভা-ার, রাজধানী ট্রান্সপোর্ট ও মনোজ গুপ্তের গুদামে আগুন তীব্র আকার ধারণ করে। অগ্নিকা-ে ৪ দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ইয়াবা কারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে সীমান্তে বিজিবি জওয়ানদের সঙ্গে ইয়াবা কাারবারিদের গুলিবিনিময় হয়েছে। এ সময় বিজিবি জওয়ানরা ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে। রবিবার ভোরে আলুগোল্লা এলাকায় এ অভিযান চালায়।জানা গেছে, রবিবার ভোরে বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপির জওয়ানরা টেকনাফ আড়াই নং সøুইস গেট সংলগ্ন আলুগোল্লা এলাকায় এ অভিযান চালায়। ইয়াবা বহনকারীরা বিজিবির অবসহান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়লে বিজিবিও নিজেদের রক্ষার্থে ১০ রাউন্ড ফায়ার করে। চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় ও সময় কাউকে আটক করা যায়নি। সাভারে দুই মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ নবেম্বর ॥ সাভারে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের শ্যামলী সিএনজি ফিলিং স্টেশন ও সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’র সামনে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন ভোর রাতে ওই ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। অপরদিকে, একই দিন সকালে বিপিএটিসির সামনে থেকে মোসলেম আলী খাঁন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় বসবাস করতেন। টঙ্গীবাড়িতে ছিনতাই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে এক বেবিট্যাক্সিতে ছিনতাই হয়েছে। শনিবার রাতে উপজেলার সিদ্ধেশ্বরী বাজারের কাছে এ ঘটনা ঘটে। বেবিট্যাক্সিচালক স্থানীয় হাসাইল বানারী ইউনিয়নের মঞ্জিল হাওলাদারের ছেলে বাবু (২৪) জানায়, মুখে কাপড় বাঁধা ৫/৬ জন হঠাৎ বেবিট্যাক্সির সামনে এসে দাঁড়ায়। গাড়ি ব্রেক করলে আচমকা অস্ত্র ধরে তার সবকিছু ছিনতাই করে এবং তাকে কোপ দেয়। শিবির নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৭ নবেম্বর ॥ সীতাকু-ে পুলিশী অভিযানে শওকত হোসেন নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ফৌজদারহাট তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তুলাতলী এলাকার নাদেরুজ্জামা সত্তদাগরের পুত্র। জানা যায়, ফৌজদারহাট তুলাতলী এলাকায় অভিযান চালায় সীতাকু- মডেল থানা পুলিশ। এ সময় তারা শিবির নেতা শওকতকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৭ নবেম্বর ॥ জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ ম-ল পিপি সভাপতি, সহসভাপতি অজিত কুমার ম-লসহ ৮টি পদে ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে এ্যাডভোকেট শাহিনুর রহমান শাহীন সাধারণ সম্পাদক, সহসভাপতি আবু তাহেরসহ ৯টি পদে নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ফলাফল ঘোষিত হয় রাত সাড়ে ৮টার দিকে। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ নবেম্বর ॥ রবিবার দুপুরে সদর উপজেলার মনিরামপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মুসাক মোল্লা (৪৭) এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, মুসাক মোল্লা গ্রামের বাড়িতে ফ্যান লাগানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
×