ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দশম সার্ক ইএনটি কংগ্রেস

১৩ চিকিৎসক পেলেন লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ নভেম্বর ২০১৬

১৩ চিকিৎসক পেলেন লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড

১০ম সার্ক ইএনটি (নাক কান গলা) কংগ্রেস ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক সফল উপাচার্য ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তসহ স্বনামধন্য নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ১৩ গুণী চিকিৎসক পেলেন লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড। গুরুত্বপূর্ণ এই এ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেনÑ বাংলাদেশের ৬ জন, ভারতের ১ জন এবং নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের ২ জন করে গুণী চিকিৎসক। সোসাইটি অব অটোলারিংগোলোজিস্টস এ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশের উদ্যোগে শনিবার ঢাকার ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এ্যাওয়ার্ড গ্রহণকারী অন্য গুণী চিকিৎসকরা হলেনÑ বাংলাদেশের অধ্যাপক ডাঃ আলী আফজাল খান, অধ্যাপক ডাঃ এমএ মাজেদ, অধ্যাপক ডাঃ নুরুল আমিন, অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ এ হারুন, অধ্যাপক ডাঃ এসকে ক্যাকার, ভারতের গুণী চিকিৎসক ড. অধ্যাপক মোহন কামেস্মরণ, নেপালের ডাঃ রাকেশ প্রসাদ শ্রিভাসটাভ, অধ্যাপক ডাঃ বিমল কুমার সিনহা, শ্রীলংকার ডাঃ রনজিত আবেইউইকরামা, ডাঃ ওয়াইজাইয়াসসোমা রতœাইয়ক এবং পাকিস্তানের অধ্যাপক ডাঃ মুহাম্মদ ইকবাল হোসেন ভুট্ট ও অধ্যাপক ডাঃ মুহিবুল্লাহ খান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। Ñবিজ্ঞপ্তি
×