ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে নিহত তিন ॥ আহত ২

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলে নিহত তিন ॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৭ নবেম্বর ॥ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় মধুপুর থেকে রড ভর্তি একটি ট্রাক কালিহাতীর এলেঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক দুটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় শফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। সে ঘাটাইল উপজেলার রামজীবনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। এতে তিনজন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে দুপুর সাড়ে তিনটার দিকে শহর বাইপাস আশেকপুরে এলেঙ্গা থেকে মির্জাপুরগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আজিজুর রহমানের (৪৪) মৃত্যু হয়। সে মির্জাপুর বালিয়াজান হাইস্কুলের শিক্ষক। তার বাড়ী হতেয়া মাওলানাপাড়া গ্রামে। সাতক্ষীরায় হতাহত ৫ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, ঝাউডাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় আল মামুন (১৯) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আল মামুন সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক আল মামুন সড়কের পাশে দাঁড়িয়ে তার ভ্যানে ধান উঠানোর সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে-লাইন পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দেয়। এতে আল মামুনসহ পাঁচজন আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আল মামুন মারা যায়।
×