ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় আখ চাষীদের মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৪, ২৮ নভেম্বর ২০১৬

চুয়াডাঙ্গায় আখ  চাষীদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৭ নবেম্বর ॥ আখের মূল্যবৃদ্ধি, বকেয়া পরিশোধ, মোবাইলের মাধ্যমে পুর্জি সরবরাহ ও আখ বিক্রির টাকা প্রদান না করার দাবিতে দর্শনায় মাননবন্ধন ও বিক্ষোভ করেছে আখচাষীরা। কেরু চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে রবিবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। দর্শনা কেরু চিনিকল এলাকার দু’শতাধিক আখচাষী এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাষীদের ঢলতা কর্তনের চার বছরের পাওনার ১৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সঙ্গে চলতি মাড়াই মৌসুমে আখের মূল্য মণপ্রতি ১১০ টাকার পরিবর্তে ১৫০ টাকা দিতে হবে। ই-পুর্জি ব্যবস্থা বাতিল করতে হবে। চাষীদের আখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিল গেট থেকে দিতে হবে। নতুবা ২৮ নবেম্বর সোমবার থেকে কেরু চিনিকলের মাড়াই মৌসুম শুরু হলেও চাষীরা এবার মিলে আখ সরবরাহ বন্ধ রাখবে।
×