ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিশোধিত মূলধন বাড়িয়েছে চার কোম্পানি

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ নভেম্বর ২০১৬

পরিশোধিত মূলধন বাড়িয়েছে চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বোনাস শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বৃদ্ধি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হলো- তুং হাই, গোল্ডেন হার্ভেস্ট, আরএসআরএম স্টিল এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। শেয়ার সংখ্যা বাড়িয়ে এ চার কোম্পানি ৪৪ কোটি ৫৮ লাখ ৬ হাজার ২২৮ টাকা মূলধন বৃদ্ধি করেছে। শেয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রবিবার এসব কোম্পানির শেয়ারে থিওরিটিক্যাল এ্যাডজাস্টমেন্ট হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তুং হাই নিটিং ॥ বস্ত্র খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ৯৬ লাখ ৯৫ হাজার ৭৩০টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৯ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৩০০টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৩০টি। গোল্ডেন হার্ভেস্ট ॥ খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় কোম্পানির ৯০ লাখ ৯ হাজার শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৯ কোটি ৯০ হাজার শেয়ার রয়েছে। এ লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজারে। আরএসআরএম স্টিল ॥ প্রকৌশল খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ৭৮ লাখ ৬২ হাজার ৪০০টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ৭ কোটি ৮৬ লাখ ২৪ হাজার শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪০০টি। আরএসআরএম স্টিলের বর্তমান পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা। অলিম্পিক এক্সেসরিজ ॥ প্রকৌশল খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় কোম্পানির ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ১৪৪টি শেয়ার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ কোম্পানির ১২ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭০০টি শেয়ার রয়েছে। স্টক ডিভিডেন্ড দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ১ লাখ ৪ হাজার ৯৪৪টি। অলিম্পিক এক্সেসরিজের বর্তমান পরিশোধিত মূলধন ১৫০ কোটি ১১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১৬৮ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ১৮ কোটি ১ লাখ ৩৪ হাজার ৯২৮ টাকা।
×