ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার কম্পিউটার বানাচ্ছে জাপান

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ নভেম্বর ২০১৬

সুপার কম্পিউটার বানাচ্ছে জাপান

এক সময় প্রযুক্তি জগতে বেশ সমীহ নিয়ে উচ্চারিত হতো জাপানের নাম। কিন্তু কালের আবর্তে তা এখন অনেকটাই মøান। জাপানের সেই গৌরবে এখন ভাগ বসিয়েছে দক্ষিণ কোরিয়া ও চীনের মতো প্রভাবশালী দেশ। কিন্তু জাপান আবারও ফিরে পেতে চাইছে তার হারানো গৌরব। তারই অংশ হিসেবে আধুনিক বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার বানানোর প্রকল্প হাতে নিয়েছে দেশটি। আর এ কাজটি তারা করতে চাচ্ছে ২০১৮ সালের মধ্যেই। জাপানের ইকোনমি, ট্রেড এবং ইন্ডাস্ট্রি মন্ত্রাণালয় ইতোমধ্যে এই কাজের জন্য ১৯.৫ বিলিয়ন ইয়েন বা ১৭৩ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। বলা হচ্ছে, কোন নির্দিষ্ট গবেষণার জন্য এত বড় অর্থায়ন এর আগে আর কোন কাজের জন্য করা হয়নি। তাই বোঝাই যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে টেক্কা দেয়ার জন্য এবার আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে জাপান। -অর্থনৈতিক রিপোর্টার
×