ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় হয়ে উঠছে বরেন্দ্র অঞ্চলে চিংড়ির চাষ

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ নভেম্বর ২০১৬

সম্ভাবনাময় হয়ে উঠছে বরেন্দ্র অঞ্চলে  চিংড়ির চাষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্ভাবনাময় হয়ে উঠছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চিংড়ির চাষ। কার্প জাতীয় মাছের সাথে সুস্বাদু পানিতে কম সময়ে চিংড়ি বড় হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে এ চাষে ঝুঁকছেন অনেক জেলে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চিংড়ি চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের জন্য নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। বরেন্দ্র অঞ্চলের সুস্বাদু পানিতে জেলেরা সাদাসোনা চিংড়ি চাষ করছেন। ২০১৫ সালে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার গ্রামের শহিদুল ইসলাম পরীক্ষামূলকভাবে ছোট পুকুরে চিংড়ি চাষ শুরু করে। এতে সফল হওয়ায় তাকে দেখে এ বছর জেলার পাঁচটি উপজেলায় ২২ জন জেলে প্রায় সাড়ে তিন হেক্টর জলাশয়ে শুরু করে চিংড়ির চাষ। অন্য মাছের মতো কীটনাশক প্রয়োগ, ওষুধ দেয়া ও ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন হয় না। কম খাবার, ও স্বল্প যতেœই দ্রুত বাড়তে থাকে নিশাচর চিংড়ি। তিন থেকে চার মাসে, প্রতি সুস্থ চিংড়ির ওজন হয় ৬০ থেকে ৮০ গ্রাম পর্যন্ত। যার বাজার মূল্য প্রতি কেজি ৭শ’ থেকে ৮শ’ টাকা, ফলে লাভবান হয়েছেন এই চাষ। অন্য মাছের চেয়ে তুলনামূলক কম সময়ে উৎপাদন। শিল্পাচার্য স্বর্ণপদকে ভূষিত হলেন জনতা ব্যাংকের এমডি আধুনিক ব্যাংক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য শিল্পাচার্য স্বর্ণপদক-২০১৬ পদকে ভূষিত হলেন জনতা ব্যাংকের সিইও এ্যান্ড এমডি আবদুস সালাম। গত শনিবার জাতীয় মহিলা সমিতিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন পদক তুলে দেন। Ñবিজ্ঞপ্তি
×