ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপো তৈরির কাজ শুরু

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ নভেম্বর ২০১৬

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপো তৈরির কাজ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। সেই সাথে মেট্রোরেল প্রকল্পের আওতায় নগরীর রাস্তাগুলোর নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন স্থানান্তরের কাজও চলছে। এসব লাইন স্থানান্তরের কারণে রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ভোগান্তিকে সর্বনিম্ন পর্যায়ে রেখেই কাজ চালিয়ে নেয়া হচ্ছে। ২০১৩ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-ছয় প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির আটটি প্যাকেজের মধ্যে পাঁচটির প্রস্তাবনা গ্রহণ ও দুইটির আওতায় ভায়াডাক্ট ও স্টেশন কনস্ট্রাকশনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম প্যাকেজের প্রায় পনেরো শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক নম্বর প্যাকেজের আওতায় প্রায় ৪৭ একর জমির ওপর চলছে মেট্রোরেলের ডিপো তৈরির কাজ। জাপানি একটি কোম্পানির পরিচালনায় ডিপোতে স্যান্ড কম্পেকশন ফাইলিংয়ের কাজ করা হচ্ছে। নয় থেকে দশ মাস পরে ডিপোতে অবকাঠামো তৈরির কাজ শুরু করা যাবে। মেট্রোরেল প্রকল্প এলাকার সেবা লাইনগুলো সরিয়ে নিতে রাজধানীর মিরপুর ও তালতলা এলাকায় রাস্তা কাটার কাজের কারণে ভোগান্তির শেষ নেই। তবে ভোগান্তি কমাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে মত কর্তৃপক্ষের।
×