ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগর-আতর রপ্তানিতে ভর্তুকি সুবিধা অনিয়ম হলে শাস্তি

প্রকাশিত: ০২:৪৩, ২৭ নভেম্বর ২০১৬

আগর-আতর রপ্তানিতে ভর্তুকি সুবিধা অনিয়ম হলে শাস্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগর, আতর, কাগজ ও কাগজ জাতীয় পণ্য এবং গরু মহিষের নারী ভূরি ও শিং রপ্তানীর বিপরীতে নগদ সহায়তা ঘোষণা করা হয়েছে। বর্তমান সময়ে যাদের পণ্য জাহাজীকরণ অবস্থায় রয়েছে তারাও এ সুবিধা পাবে। তবে রপ্তানী সুবিধা নিতে গিয়ে যদি কোন ব্যবসায়ী, অ্যসোসিয়েশন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ উঠে তবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার ব্যাংকটির বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারিকৃত পৃথক পৃথক তিনটি সার্কুলারে এসব জানানো হয়েছে। নির্দেশনাগুলো বৈদেশিক মুদ্রায় লেনদেনের সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত আগর ও আতর রপ্তানিতে ভর্তুকি ২০ শতাংশ হারে ভর্তুকি সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্যের বিপরীতে নীট এফওবি মূলের উপর ১০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। এ উৎপাদনকারী-রপ্তানীকারক ভর্তুকি সুবিধা পাবে। তবে উৎপাদনকারী যদি উৎপাদনের কোন পর্যায়ে ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করতে পারবে না। সম্পূর্ণ স্থানীয় উৎস হতেহ সংগ্রহকৃত গরু মহিষের নাড়ি, ভূঁড়ি, শিং, রগ ইত্যাদি অংশ নিজস্ব কারকানায় প্রকিয়াকরণের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ হারে ভর্তুকি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও উৎপাদনকারী-রপ্তানিকারক ভর্তুকি সুবিধা পাবেন।
×