ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উখিয়া থেকে শিশু অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারে

প্রকাশিত: ০২:৪০, ২৭ নভেম্বর ২০১৬

উখিয়া থেকে শিশু অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে দেশটির সেনা বাহিনীর অত্যাচারের অভিযোগ তুলে সেখানে বসবাসকারী রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এ অবস্থায় ইয়াবা কারবারিদের বেপরোয়া মনোভাব আরও ভাবিয়ে তুলেছে প্রশাসন ও সচেতন মহলকে। কক্সবাজরের উখিয়ায় ইয়াবার বকেয়া টাকা ঠিক সময়ে পরিশোধ না করায় ২য় শ্রেণীর স্কুল ছাত্রকে মিয়ানমারে অপহরণ করে নিয়ে গেছে ইয়াবা সিন্ডিকেট। শুক্রবার এ ঘটনা ঘটলেও কাউকে প্রকাশ করেনি অভিভাবকরা। ছেলেকে ফিরে পাচ্ছে না দেখে রবিবার বিকেলে মিয়ানমার সীমান্তে গিয়ে কাকুতি জানাচ্ছেন অপহৃত শিশুর পিতা ইয়াবা ব্যবসায়ী শাহজাহান ওরফে কালা শাহজাহান। জানা গেছে, উখিয়ার পূর্ব ডিগলিয়াপালং এলাকার অন্যতম ইয়াবা ব্যবসায়ী কালা শাহ জাহান ও মিয়ানমারের রেইক্ষা পাড়ার আব্দুস ছালাম দীর্ঘ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনো যায়। দুই জনের মধ্যে ইয়াবা বিক্রির টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। মিয়ানমারের আব্দুস ছালাম ইয়াবা ব্যবসার পাওনা ৪ লাখ ৫০ হাজার টাকা না পেয়ে কালা শাহ জাহানের ছেলে তোফাইল ইসলাম শাকিলকে (৮) পূর্ব ডিগলিয়া পালং এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে মিয়ানমারের রেইক্ষা পাড়ায় নিয়ে যায়। সে পূর্ব ডিগলিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেনীর ছাত্র। ডিগলিয়া পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছৈয়দ করিম ছাত্র অপহরণের সত্যতা স্বীকার করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, অপহহৃত শিশুর স্বজনরা অপহৃত শিশুকে উদ্ধারের জন্য সীমান্তের ৩৯ নং পিলারের পাশে অবস্থান করছে। উখিয়া থানার ওসি স্কুল ছাত্র অপহরণের কথা শুনেছেন, তবে অপহ্নত শিশুর পিতা অভিযোগ নিয়ে থানায় আসলে উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
×