ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন: গয়েশ্বর

প্রকাশিত: ০১:২৩, ২৭ নভেম্বর ২০১৬

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জীবন বাঁচাতে দেশের সীমান্ত খুলে দিন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তীব্র সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, জাতিসংঘ কেন চুপ? তাদের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। সব দেশের আমাদের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে সেই সম্পর্ক ঠিক রেখে রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসা উচিত সব দেশকেই। তিনি বলেন, সৃষ্টিকর্তা আগে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তারপর ধর্ম। ফলে কে কোন ধর্মের তা না দেখে আগে মানুষের জীবন বাঁচাতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×