ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০০:২৫, ২৭ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৬১০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৮ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কাসেম ড্রাইসেল, এবি ব্যাংক, বে´িমকো, ফরচুন সুজ, কনফিডেন্ট সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল টিউবস ও সিএসসি কামাল। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার, কনফিডেন্ট সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক, এশিয়া প্যাসিফিক, ন্যাশনাল টিউবস, কাসেম ড্রাইসেল, ইয়াকিন পলিমার, সিএমসি কামাল ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, ফরচুন সুজ, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, পেনিনসুলা চট্টগ্রাম, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল টিউবস, ড্রাগন সোয়েটার ও অলিম্পিক এক্সেসরিজ।
×