ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীতে সড়ক ও রেল দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত: ০৮:৪১, ২৭ নভেম্বর ২০১৬

রাজধানীতে সড়ক ও রেল দুর্ঘটনায় দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক ও রেল দুঘর্টনায় এক আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হয়েছে। আগারগাঁওয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এছাড়া লালবাগে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে গেছে, তেজগাঁও ভূমি অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় হাবিবুল বাশার বাহাদুর (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ভূমি অফিসের সামনে রিক্সায় ওঠার সময় কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত বাহাদুরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুটোর দিকে তিনি মারা যান। তিনি শিল্পাঞ্চল থানার ২৪নং ওয়ার্ডের ৯নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাদের বাবার নাম হাজী মোঃ মোর্শেদ উদ্দিন। উত্তর বেগুনবাড়ির বউবাজার এলাকায় সপরিবারে থাকেন তারা। সকালে মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সোহবার হোসেন (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গুলশানের একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করতেন। তিনি নাখালপাড়ার আরজতপাড়ায় সপরিবারে থাকতেন। ধর্ষণের অভিযোগ ॥ পশ্চিম আগারগাঁও যে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিক্যালের ওসিসি ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানায়, সকাল সাড়ে দশটার দিকে বাসার অদূরে খেলতে গেলে রিক্সা মিস্ত্রী দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি তাকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মা মেয়েকে দেলোয়ারের বাসা থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন। তাকে বাসায় এনে জিজ্ঞাসা করলে সে এ বিষয়ে মুখ খোলে। পরে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগুন ॥ কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় সকালে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকভর্তি ফেনসিডিল ॥ লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চালক আল আমিন (২৭) ও হেলপার আবুল কালাম আজাদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে আজিমপুর গোরে শরীফ মাজারের সামনে ছাতা মসজিদসংলগ্ন রাস্তা থেকে ট্রাকটি আটক করা হয়।
×