ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান কাদেরের

প্রকাশিত: ০৮:২৪, ২৭ নভেম্বর ২০১৬

মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান কাদেরের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেছেন, মেধাবী ছাত্রছাত্রীরা রাজনীতিতে আসতে চায় না। ছাত্রদের জিজ্ঞাসা করলে তারা বলে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু কেউ রাজনীতি করার ইচ্ছে পোষণ করে না। ভাল ছেলেমেয়েরা রাজনীতিতে না এলে খারাপ লোকেরা রাজনীতিতে জায়গা করে নেবে, মন্ত্রী-এমপি হবে। হাইব্রিডদের ভিড়ে রাজনীতির মঞ্চ দখল হয়ে যাবে। আর সে রাজনীতি সাধারণ মানুষের কোন উপকারে আসবে না। শনিবার গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আক্তার সূপর্ণার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নিশাত পারভীন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফা আক্তার। এর আগে ওবায়দুল কাদের জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। পরে দ্বিতীয় অধিবেশনে জেসমিন আরা রুমাকে সভাপতি এবং পাপিয়া ইসলাম রূপকে সাধারণ সম্পাদক করে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
×