ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চকোলেট জুতা

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ নভেম্বর ২০১৬

চকোলেট জুতা

জুতাগুলো দেখলে মনে হবে -এগুলো বাদামি রঙের চামড়ার। সোল ও ফিতা থেকে শুরু করে এর সবকিছুতে দারুণ ফিনিশিং। বিশেষ কায়দায় তৈরি। তবে জুতাগুলো চামড়ার নয়; চকোলেটের উপাদান দিয়ে তৈরি। জাপানের ওসাকায় রিগা রয়্যাল হোটেলের চকোলেট মাস্টার মোটোহিরো ওশাই চকোলেটের এই জুতা তৈরি করেছেন। প্রতিটি জুতা দৈর্ঘ্যে ২৬ সেন্টিমিটার। সোল ও ফিতা থেকে শুরু করে সবকিছুই চকোলেট দিয়ে তৈরি। এক জোড়া জুতার দাম পড়বে ২৫৮ দশমিক ৪৫ মার্কিন ডলারের মতো। বাজারের সাধারণ জুতার চেয়ে এর দাম বেশি। এই জুতা বিক্রির জন্য ২০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম অর্থ নেয়া হবে। ভালবাসা দিবসের সময় অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জুতাগুলো সরবরাহ করা হবে। -অডিটি সেন্ট্রাল
×