ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্লভ ও দামী

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ নভেম্বর ২০১৬

দুর্লভ ও দামী

ক্যারাক্যাল ও আবিসিনীয় বিড়ালের সংমিশ্রণে জন্ম নেয়া ক্যারাক্যাট বিড়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও দামী। বন্য ক্যারাকাটরা দীর্ঘদিন সৌন্দর্যের জন্য বিশেষ কদর পেয়েছে। প্রাচীন মিসরে প্রায়ই তাদের ফারাওদের সঙ্গে সমাহিত করা হতো। এমনকি আজও বিড়ালপ্রেমীরা এই প্রজাতির বিড়ালে মুগ্ধ এবং কিছু কিছু প্রতিষ্ঠান এগুলোকে গৃহপালিত প্রাণী হিসেবে বিক্রি করে। তবে নিখাদ ক্যারাক্যাট জাতের বিড়াল মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে ওঠে। যদিও কয়েক প্রজন্ম ধরে মানুষের সঙ্গে এদের বসবাস। যে কারণে ২০০৭ সালে ক্যারাক্যাট জাত তৈরি করা হয়। ক্যারাক্যাটরা উচ্চতায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ওজন হয় ১৫ কিলোগ্রামের মতো। এই ক্যারাক্যাট এখন খুবই দুর্লভ। রাশিয়ার গণমাধ্যম রাপটলি টিভি জানিয়েছে, বিশ্বে বর্তমানে ৩০টির মতো ক্যারাক্যাট বিড়াল রয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ক্যারাক্যাট বিড়ালের মালিক আনাসতাসিয়া জানান, সুন্দর একটি ক্যারাক্যাট বিড়ালের দাম ১৫ লাখ রুবল বা ২৩ হাজার ৪শ’ ডলার। আনাসতাসিয়া বলেন, লাখ লাখ রুবল খরচ করে এই জাতের বিড়াল কিনেছেন সৌন্দর্যের মোহে পড়ে এবং এর জন্য আগাম অর্থ পরিশোধ করতে হয়েছিল। এছাড়াও এর জন্ম হওয়া পর্যন্ত দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল। ক্যারাক্যাট বিড়াল সবচেয়ে বেশি জনপ্রিয় রাশিয়ায়। রাপটলির খবর, ৩০টির ক্যারাক্যাটের সবটির মালিক রাশিয়ানরা। -অডিটি সেন্ট্রাল
×